সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০২:৩৬:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ২২৯ ৫০০০.০ বার পাঠক
লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক চাপায় আজিজুল ইসলাম(৬৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় ইউছুফ হোসেন (৩০) নামে অপর মটর সাইকেল চালক গুরুতর আহত হন।
রোববার(১৮অক্টোবর) দুপুরে উপজেলার লালমিদনিরহাট-বুড়িমারী মহাসড়কের আলাউদ্দিন নগর জুমার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধ আজিজুল ইসলাম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর ডাঙ্গাপাড়া এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান,আজিজুল ইসলাম ও ইউসুফ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে হাতীবান্ধার দিকে যাচ্ছিলেন। এ সময় লালমনিহাট-বুড়ীমারী মহাসড়কের জুমার পাড় এলাকায় একটি ট্রাক বুড়িমারী যাওয়ার সময় মটর সাইকেল আরোহীকে ধাক্কা দিলে এতে দুই মোটরসাইকেল আরোহী মহাসড়কের উপর ছিটকে পড়ে এতে আজিজুল ইসলাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে নিহত হন।
স্থানীয়রা আহত ইউসুফকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাতীবান্ধা হাইওয়ে থানার এসআই আক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় রাখা হয়েছে।
আরো খবর.......