নবীনগরে পাগলা নদী থেকে যুবকের লাশ উদ্ধার।
- আপডেট টাইম : ০২:০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ২৫৬ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার বাবু কাহারুল।।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পাগলা নদী থেকে ফয়সাল মিয়া (২০) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে৷ গোসল করতে নেমে ডুবে যাওয়ার একদিন পর সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার কৃষ্ণনগর লঞ্চঘাট সংলগ্ন এলাকার নদী থেকে তার লাশ উদ্ধার করে নবীনগর থানা পুলিশ৷ ফয়সাল উপজেলার বড়াইল ইউনিয়নের চরগোসাইপুর গ্রামের আলকাস মিয়ার ছেলে৷
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ফয়সাল একজন মাদ্রাসা ছাত্র৷ সে মানসিক ভারসাম্যহীন৷ গতকাল রোববার (১৭ অক্টোবর) দুপুরে নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি৷ অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি৷ আজ সোমবার সকালে উপজেলার কৃষ্ণনগর লঞ্চঘাট এলাকার নদীতে তার লাশ ভেসে ওঠে৷ খবর পেয়ে নবীনগর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে৷
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, নিহত ফয়সাল মানসিক ভারসাম্যহীন ছিল৷ তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে৷ এবিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে৷