রেললাইনে বসে পাবজি গেম খেলার সময় ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু।
- আপডেট টাইম : ০৬:৪৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
- / ২৫৩ ৫০০০.০ বার পাঠক
সাহাবুল আলম স্টাফ রিপোর্টার।।
নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মরিচ খাওয়া ঘুনটি নামকস্থানে রেললাইনে বসে মোবাইলে পাবজি গেম খেলতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক কিশোরের মৃত্যু হয়েছে।
নিহত ইয়াসিন আলী পলাশবাড়ী পরশমনি উচ্চ বিদ্যালয়েন নবম শ্রেণির ছাত্র। সে ওই ইউনিয়নের আরাজী ইটাখোলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
জানা যায়, মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে কয়েকজন বন্ধুর সঙ্গে ইয়াসিন আলী রেললাইনে বসে মোবাইলে পাবজি গেম খেলছিল। এ সময়ে খুলনা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন তাদের কাছে এসে পড়লে সবাই সরে যায়। কিন্তু লাইনের ধারে ইয়াসিন আলীর পায়ের সেন্ডেল পড়ে থাকায় তা আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তার মাথা থেতলে গিয়ে সেখানেই তার মৃত্যু হয়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ ঘটনার কথা স্বীকার করে বলেন, ‘কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’