কাশিমপুরে এক ডজ্জন মামলার আসামী মাসুদ রানা চায় যুবলীগের সভাপতির পদ
- আপডেট টাইম : ০২:৫৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১১ অক্টোবর ২০২১
- / ৩২৮ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
দুই ডজ্জন মামলার আসামী মাসুদ রানা চায়, কাশিমপুর থানা আওয়ামী যুবলীগের সভাপতি পদ।চাঁদাবাজ, সন্ত্রাস, লুটেরা,মার্ডার মামলা,ধর্ষন মামলা,ভূমী দখল,ছিনতাই,চুরি,অবৈধ গ্যাসবানিজ্য, বাটপারি, বহুরকমের মামলা মাথায় নিয়ে ঘুরে বেড়ানো শীর্ষ সন্ত্রাস মাসুদ রানা।বিগত দিনে.ক্রাইমপেট্রোল ডেন্জার জোনে বসে আর কখনো, সন্ত্রাসী কর্মকান্ড করবোনা মর্মে নিজেকে রক্ষা করতে, নিশ্চিত জেলের ঘানি টানার হাত থেকে বাঁচতে, মুসলেকা দিয়ে পার পেয়ে জায়, মাসুদ রানার নামে বিগত দিনে কে এ সি শিল্প কারখানা থেকে ৫ ই মে ২০২১ তাং ইশতিয়াক চৌধুরী বাদী হয়ে গাজিপুর জজ আদালতে একটি মার্ডার মামলা দায়ের করেন,মামলা নং(২৪৩)আসামী (মাসুদ রানা) আসামী নং(৪) ধারা(১৪৩)(৪৪৭)(৪৪৮)(৩৮৫)(৩২৩)(৩৪১)(৩২৫)(৩২৬)(৩০৭)(১১৪) মোঃ এমদাদ খান বাদী হয়ে ২৩/১০/২০১২ সালে গাজিপুর জজ আদালতে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন, মামলা নং(২৪৩) আসামী নং(৩) মাসুদ রানা।ধারা সমুহ (৪৪৮)(৩২৩)(৩৮০)(৫০৬) দণ্ডবিধি। মোঃ সোলায়মান হোসেন বাদী হয়ে ১৬/১০/২০১২ সালে মামলা দায়ের করেন মার্ডার করার উদ্যেশ্য এলোপাথাড়ি কুপিয়ে জখম (১) নং আসামী মাসুদ রানা ধারা সমুহ (১৪৩)(৩৪১)(৩২৩)(৩২৪)(৩২৬)(৩০৭)(৪২৭)(৩৭৯)(৫০৬) দণ্ডবিধি। মোঃ নওয়াব আলী বাদি হয়ে ০৯/০৬/২০১৬ সালে একটি ছিনতাইকৃত মামলা দায়ের করেন, মামলা নং(৪১) আসামী মাসুদ রানা, আসামী নং (৩) ধারা সমুহ (৩২০)(৯৪৩)(৪৪৮)((৩২১)(৩২৩)(৪০৬)মোঃ নজরুল ইসলাম অভিযোগ দায়ের করেন মার্ডারের উদ্দেশ্য, (১) নং আাসমী মাসুদ রানা।।আবু শাহাদাৎ বাদী হয়ে ১৬/০৩ /২০২০ একটি মার্ডারের মামলা দায়ের করেন, মামলা নং (১৩) আসামী মাসুদ রানা আসামী নং(৩)ধারা সমুহ (৩০৬)(৪২৩)(৩১৩) (৫০৬) পেনালকোড, সাদেকুল পিতা আক্কাজ আলী,বাদী হয়ে চুরী মামলা দায়ের করেন আসামী নং(০৪) ধারা ()()()() এমনি অগনিত মামলার আসামী মাসুদ রানা অনেকই তাকে পিস্তল মাসুদ নামেই চিনেন। মাসুদরানা হটাৎ করে আওয়ামী যুবলীগের পদ নিতে মরিয়া হয়ে কাজ করছে,বিষয়টি উদ্ধতন নেতাকর্মীদের ক্ষতিয়ে দেখে ব্যবস্থা গ্রহন করতে সাধারন জনগনের দাবী,একজন সন্ত্রাস লুটেরা অবৈধ বাণিজ্যকারী, মার্ডার মামলার আসামীকে যদি ক্ষমতাসীন দলের বড় পদে নিযুক্ত করা হয় তৃণমূল নেতাকর্মী আমজনতার অবস্থা কি হবে,বিরোধী দলেরা হাস্যরহস্য,মনে করবে, বিরোধী দলেরা সুযোগ সুবিধা ভোগ করবে, এধরনে সন্ত্রাসীদের নীতি আদর্শ বলতে কিছু নেই,এরা মুলত অর্থ বাণিজ্য করতে এমন পন্থা অবলম্বন করতে মরিয়া,এলাকার ৯৭% লোকে জানে মাসুদ রানা একজন শীর্ষ সন্ত্রাস, তাকে পদে নিযুক্ত করাটা সমীচীন হবেনা।বিরোধী দলের প্রেতাত্মাদের নিয়ে লবিং করছে মাসুদ রানা, এমন খবরে দলীয় কর্মীদের মন ভেঙ্গে চুরমার। সাধারন নেতাকর্মীরা চায়,যুবলীগের পদ দিতে কঠিন পর্যবেক্ষণ করা হোক,মাসুদ রানার মত সন্ত্রাসীদের বয়কট করে, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে ক্লীন ইমেজের ক্লীন নেতা তৈরি করে দলীয় গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা রাখতে উদ্ধতন নেতাকর্মীদের নিকট অনুরোধ জানান সাধারন আমজনতা। পর্যবেক্ষণ করুন উদ্ধতন নেতাকর্মীদের নিকটে আহবান, পদ,দেওয়ার আগে তদন্ত পর্যবেক্ষণ করুন,এক ডজ্জন মামলার আসামী,মাসুদ,রানাকে বয়কট করুন।