আশুলিয়ায় (৮) বছর সংসার পরে অন্যের স্ত্রী নিয়ে পলাতক মমিনুর ইসলাম
- আপডেট টাইম : ০২:২৭:৪৯ অপরাহ্ণ, শনিবার, ৯ অক্টোবর ২০২১
- / ৩২৯ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের (৪) নং ওয়ার্ডের কুমকুমারী এলাকায়,শিল্পকারখানায় চাকুরীরত রংপুর জেলার হরিহরপুর গ্রামের মিঠাপুকুর থানার মমিনুর রহমান ও মোসলিম বাজার গ্রাম মিঠাপুকুর থানার জান্নাতীর সাথে দির্ঘ ৮ বছর পূর্বে চাকুরী করা কালীন প্রেমের সম্পর্কে জড়িয়ে পারিবারিক ভাবে (১)লক্ষ টাকা দেনমোহর ধার্যকরে বিবাহ বন্ধনে আবাদ্ধ হন মমিনুর রহমান,বিবাহের পর থেকে নানান সময়ে মমিনুর ও তার পরিবারের পক্ষ থেকে নির্যাতনের শিকার হন জান্নাতী, নিজে গার্মেন্টস চাকুরী করে দিনরাত কঠোর পরিশ্রম করে হাড়ভাঙ্গা খাটুনি খেঁটে আট বছরে ৯ লক্ষ ৬০ হাজার টাকা তুলে দেন মমিনুরের পরিবারকে,উক্ত টাকা গ্রহন করেন মমিনুরের ভাই…..।হটাৎ…. তাং এ মমিনুর রহমান অন্যের স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে অপকৌশল অবলম্বন করে বিজ্ঞ আদালত থেকে একটি তালাক নামা পাঠিয়ে দেন জান্নাতীর নিকটে।তালাক নামা পাঠালেও দেনমহর খোরপোশ কোনো কিছু পাঠায়নাই মমিনুর,তালাক নামা জান্নাতী গ্রহন করেনাই এবং তার হাতের স্বাক্ষর করে নাই,বিষয়টি মমিনুর জানতে পেরে জান্নাতীর শরণাপন্ন হয়ে ভুল শিকার করে ক্ষমা চেয়ে জান্নাতীকে নিয়ে সংসার করতে থাকে,ঠিক ৩ মাস ১৩ দিন পার করে জান্নাতীকে রেখে চলে জায় মমিনুর,টাউট বাজ মমিনুর চিটিংবাজি করে চলে যাওয়ায়, আইনের আশ্রয় নিতে জান্নাতী আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন,অভিযোগ দায়েরের পরে এ এস আই বিশ্বনাথ ঘটনাস্থল পরিদর্শন করলে দ্রুত পলায়ন করেন মমিনুর ও তার পরকীয়া প্রেমিকা।উক্ত বিষয়ে এ এস আই বিশ্বনাথ বলেন দ্রুত আদালতে মামলা করতে, এটা আদালতের বিষয় তবে প্রতারক মমিনুর যে অপকৌশল অবলম্বন করেছেন তার জন্য তাকে শাস্তুি পেতে হবে।জান্নাতীর চাওয়া মমিনুরকে গ্রেফতার পূর্বক শাস্তুি দিতে প্রশাসনের সুদৃষ্টি।গণমাধ্যমকর্মীদের পর্যবেক্ষণে জানতে পারেন মমিনুর এর আগেও বহু মেয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে তাদেরকে সর্বসান্ত করে দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন,প্রতারক মমিনুরের এটি ব্যবসা সে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে বিববস্ত্র করে ছবি ধারন করে ব্লাক মেইল করাই তার ব্যবসা, মমিনুর কে ধরিয়ে দিতে দেশের সকল শ্রেনী পেশার মানুষের নিকট আকুল আবেদন জানিয়েছেন মানবেতর জীবন যাপন করা অসহায় জান্নাতী।