পাথরঘাটার কাকচিড়া বাজারে অবৈধ ভাবে গড়ে উঠেছে ঝুকিপূর্ণ ভবন।
- আপডেট টাইম : ০৯:৫৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
- / ২৫০ ৫০০০.০ বার পাঠক
বরগুনা জেলা প্রতিনিধি।।
পাথরঘাটা উপজেলার ঐতিহ্যবাহী কাকচিড়া বাজারে সরকারি (খাস) জমিতে ক্রমাগত গড়ে উঠেছে ঝুকিপূর্ণ অনুমোদনহীন বহুতল ভবন। উল্লেখ্য,কাকচিড়া বাজারের সদর রোডে রেজা মাহমুদ মজনু জোমাদ্দার তার ডি সি আর ভিত্তিক জমির উপর অবস্থিত টিনশেড বাড়ি ভেঙে চারতলা বিশিষ্ট ভবন নির্মাণ করলে প্রতিবেশী ব্যবসায়ী বেলায়েত বস্রালয়ের মালিক রিপন দীর্ঘ দিন ধরেই বাধা প্রদান করে আসছিলেন, কিন্তু তাদের কথা না শুনে কোন ইন্জিনিয়ারিং প্লানিং ছাড়াই গড়েছেন চারতলা বিশিষ্ট ভবন যার ফলে উল্লেখিত প্রতিবেশি ব্যবসায়ী রয়েছে ঝুঁকি তে। উক্ত ভবনটির চারতলার দেয়ালটিতে কোনো খাম্বা না বসিয়ে ইটের দেয়াল গড়িয়েছেন যার ফলে দেয়ালটি ধ্বসে ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।
এ ব্যাপারে স্থানীয় তিন বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু জিজ্ঞাসা বা বাধা প্রদান করলে তাকে নানা ধরনের অপদস্ত ও হেয় প্রতিপন্ন করে কথা বললে এক পর্যায়ে তার কিছু শুভাকাঙ্ক্ষীরা ভবনের মালিক মজনু জমাদ্দারের কথার প্রতিবাদ জানালে মুহূর্তের মধ্যে পরিবেশ অসন্তোষ সৃষ্টি হলে চেয়ারম্যানের নির্দেশে শান্ত হয়।এবং গতকাল রাতেই পাথরঘাটা থানায় এ খবর পৌঁছালে এস আই রাজেত আলী সহ কয়েক জন পুলিশ ঘটনার সত্যতা যাচাই করেন।
আজ সকালে পাথরঘাটা থানার ওসি আবুল বাসার ঘটনা স্থল পরিদর্শন করে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ভবনের নির্মান কাজ স্থগিতের আদেশ দেন। এবং পরবর্তীতে উপজেলা নির্বাহি অফিসার ভবনটি পরিদর্শন করবেন বলে জানা গেছে।এ রকম কাকচিড়া বাজারে গড়ে উঠেছে ঝুকিপূর্ণ অনুমোদনহীন একাধিক ভবন যেগুলো বিল্ডিং কোড আইনের পরিপন্থি।