ঢাকা ০১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে নিখোঁজের পর ছাত্রলীগ নেতার গলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য চোখের পানিতে বুক ভাসিয়ে ইসতিসকার নামাজ আদায় মঠবাড়ীয়া তীব্র তাপদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টির জন্য বিশেষ। প্রার্থনা ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দদূষণ দিবস উদযাপিত উজিরপুরে সাব রেজিষ্টার মোঃ ইমরান খান এর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুরে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ জামালপুরে বিনা খেসারি-১ এর চাষের উজ্জল সম্ভাবনা ব্যাংককের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হলেন এড.মো. মাসউদ তারাকান্দা উপজেলায় ছেঁড়া ১০টাকা নিয়ে সংঘর্ষে ছেলে নিহত-বাবা সংকটাপন্ন

গাজিপুরের জিরানী বাজারের ওভারব্রিজ সংলগ্ন ফুটপাতে দোকান বসিয়ে ও পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি

  • সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৪:২৭:৪২ অপরাহ্ণ, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
  • ৩১২ ০.০০০ বার পাঠক

মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।

গাজিপুর জেলার জিরানী বাজার ওভারব্রিজ সংলগ্ন ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি করছে একটি চক্র,প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধরনের দোকান বসিয়ে চাঁদা আদায় করেন।ওভারব্রিজের উপরে ও নিচদিয়ে গাদাগাদি করে দোকান বসানো হয়েছে,ওভারব্রিজ থেকে শিমুলিয়া ইউনিয়ন পরিষদ গামী রোটটি প্রচুর যানজট,প্রতিনিয়ত হয় ছোট থেকে ভারী এক্সিডেন্ট,এখান কার যানজট থেকাতে চাঁদা উত্তলন কারীরা রেখেছেন লাইনম্যান,কিন্তুু কোনো ফল হয়না।অপরদিকে রোডের পশ্চিমপার্শে জিরানী বাজার থেকে মসজিদ মার্কেট ফরচুন প্লাজা পর্যন্ত প্রাইভেট মাইক্র ব্যাবসায়ীদের দখলে রেখে পুরা রোডটি যানজটে ভরা,সেখান থেকেও চাঁদাবাজির চমৎকার প্লান করে চাঁদা আদায় করছেন চাঁদাবাজেরা,নবীনগর টু চন্দ্রা মহাসড়কের জিরানী বাজারের পূর্ব দক্ষিন ৪ লেন মহাসড়কের পূর্ব লেনে একটি মিনিট্রাক স্টান্ড সেখান থেকেও চাঁদাবাজির অপূর্ব দৃশ্য।তার পাশেই পরিবহন সেক্টর থেকে যাত্রীদের নিকট থেকে অনৈতিক ভাবে টাকা নিয়ে হেনস্তা করছে একটি চক্র,জিরানী বাজারে হাইওয়ে রোড সংলগ্ন অবৈধ কাউন্টার বসিয়ে,যাত্রীদের রোডের উপরে দির্ঘ সময়ে দাঁড় করিয়ে,চেয়ার কোচের ভাড়া নিয়ে লোকাল গাড়িতে তুলে দিচ্ছে,যাত্রীরা উঠতে না চাইলে টেনে হিচড়ে কিল চড় ঘুষি মেরে উঠিয়ে দিচ্ছেন,গাড়ির সুপারফাইজার যাত্রী না নিতে চাইলেও যাত্রী প্রতি টাকা চাহিলে,কুচক্রী মহলেরা যা দিক সেটাই নিতে হবে সুপারফাইজারদের,ওদের কথার বিরোধীতা করলে নেমে আসে অমানবিক নির্যাতন।রোডের পূর্ব পাশে রেখেছেন (৫৭) টি ওয়েলকাম গাড়ি, এটা থেকেও মাসোয়ারা চাঁদা উত্তলন করেন কুচক্রী মহলেরা,উক্ত বিষয় নিয়ে গাজিপুর মহানগর (১) নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি লিটনের মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,চাঁদা তো অবশ্যই উত্তলন করেন,তবে শ্রমিক লীগ এটার দেখ ভাল করতেন,বর্তমান কে বা কারা এটার দেখাশোনা করে এটা আমি জানিনা,কোনা বাড়ি জোনের এডিসির নিকটে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন চাঁদা উত্তলনের বিষয়টি জানিনা খোঁজ নিয়ে দেখি কে বা কারা চাঁদাবাজির সাথে জড়িত।কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদার নিকটে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে,তিনি বলেন,যানজট থাকে এটা সঠিক,তবে চাঁদাবাজির বিষয়টা জানিনা, চাঁদাবাজির সন্ধান পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে,যদি তেমন কোনো সন্ধান পান তাহলে আমাকে বলবেন অনুসন্ধান মুলক ব্যবস্থাগ্রহণ করা হবে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন জিরানী বাজার মার্কেট কমিটি চাঁদা উত্তলন করেন,এটা দেখেও না দেখার ভানে নীরব ভূমিকা পালন করেন রাজনৈতিক নেতা ও প্রশাসনের সকল মহলে।এটার প্রতিকার চায় জনগন,প্রশাসনের উপরে বিশ্বাস আস্থা ভালোবাসা রেখে জনমানবের নিরাপত্তা ও অসাধু চাঁদাবাজের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন সকল শ্রেনী পেশার মানুষ।পর্ব (১) আগামী পর্বে চাঁদাবাজদের নাম সহ নিউজ সম্প্রচার করা হবে ইনশাল্লাহ।সে পর্যন্ত চোঁখ রাখুন সময়ের কন্ঠ পত্রিকার পাতায় ও সময়ের অনুসন্ধান টিভির পর্দায়।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে নিখোঁজের পর ছাত্রলীগ নেতার গলিত মরদেহ উদ্ধার

গাজিপুরের জিরানী বাজারের ওভারব্রিজ সংলগ্ন ফুটপাতে দোকান বসিয়ে ও পরিবহন সেক্টর থেকে চাঁদাবাজি

আপডেট টাইম : ০৪:২৭:৪২ অপরাহ্ণ, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১

মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।

গাজিপুর জেলার জিরানী বাজার ওভারব্রিজ সংলগ্ন ফুটপাতে দোকান বসিয়ে চাঁদাবাজি করছে একটি চক্র,প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধরনের দোকান বসিয়ে চাঁদা আদায় করেন।ওভারব্রিজের উপরে ও নিচদিয়ে গাদাগাদি করে দোকান বসানো হয়েছে,ওভারব্রিজ থেকে শিমুলিয়া ইউনিয়ন পরিষদ গামী রোটটি প্রচুর যানজট,প্রতিনিয়ত হয় ছোট থেকে ভারী এক্সিডেন্ট,এখান কার যানজট থেকাতে চাঁদা উত্তলন কারীরা রেখেছেন লাইনম্যান,কিন্তুু কোনো ফল হয়না।অপরদিকে রোডের পশ্চিমপার্শে জিরানী বাজার থেকে মসজিদ মার্কেট ফরচুন প্লাজা পর্যন্ত প্রাইভেট মাইক্র ব্যাবসায়ীদের দখলে রেখে পুরা রোডটি যানজটে ভরা,সেখান থেকেও চাঁদাবাজির চমৎকার প্লান করে চাঁদা আদায় করছেন চাঁদাবাজেরা,নবীনগর টু চন্দ্রা মহাসড়কের জিরানী বাজারের পূর্ব দক্ষিন ৪ লেন মহাসড়কের পূর্ব লেনে একটি মিনিট্রাক স্টান্ড সেখান থেকেও চাঁদাবাজির অপূর্ব দৃশ্য।তার পাশেই পরিবহন সেক্টর থেকে যাত্রীদের নিকট থেকে অনৈতিক ভাবে টাকা নিয়ে হেনস্তা করছে একটি চক্র,জিরানী বাজারে হাইওয়ে রোড সংলগ্ন অবৈধ কাউন্টার বসিয়ে,যাত্রীদের রোডের উপরে দির্ঘ সময়ে দাঁড় করিয়ে,চেয়ার কোচের ভাড়া নিয়ে লোকাল গাড়িতে তুলে দিচ্ছে,যাত্রীরা উঠতে না চাইলে টেনে হিচড়ে কিল চড় ঘুষি মেরে উঠিয়ে দিচ্ছেন,গাড়ির সুপারফাইজার যাত্রী না নিতে চাইলেও যাত্রী প্রতি টাকা চাহিলে,কুচক্রী মহলেরা যা দিক সেটাই নিতে হবে সুপারফাইজারদের,ওদের কথার বিরোধীতা করলে নেমে আসে অমানবিক নির্যাতন।রোডের পূর্ব পাশে রেখেছেন (৫৭) টি ওয়েলকাম গাড়ি, এটা থেকেও মাসোয়ারা চাঁদা উত্তলন করেন কুচক্রী মহলেরা,উক্ত বিষয় নিয়ে গাজিপুর মহানগর (১) নং ওয়ার্ডের কাউন্সিলর ওসমান গনি লিটনের মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন,চাঁদা তো অবশ্যই উত্তলন করেন,তবে শ্রমিক লীগ এটার দেখ ভাল করতেন,বর্তমান কে বা কারা এটার দেখাশোনা করে এটা আমি জানিনা,কোনা বাড়ি জোনের এডিসির নিকটে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন চাঁদা উত্তলনের বিষয়টি জানিনা খোঁজ নিয়ে দেখি কে বা কারা চাঁদাবাজির সাথে জড়িত।কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবে খোদার নিকটে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে,তিনি বলেন,যানজট থাকে এটা সঠিক,তবে চাঁদাবাজির বিষয়টা জানিনা, চাঁদাবাজির সন্ধান পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে,যদি তেমন কোনো সন্ধান পান তাহলে আমাকে বলবেন অনুসন্ধান মুলক ব্যবস্থাগ্রহণ করা হবে।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যাক্তি বলেন জিরানী বাজার মার্কেট কমিটি চাঁদা উত্তলন করেন,এটা দেখেও না দেখার ভানে নীরব ভূমিকা পালন করেন রাজনৈতিক নেতা ও প্রশাসনের সকল মহলে।এটার প্রতিকার চায় জনগন,প্রশাসনের উপরে বিশ্বাস আস্থা ভালোবাসা রেখে জনমানবের নিরাপত্তা ও অসাধু চাঁদাবাজের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন সকল শ্রেনী পেশার মানুষ।পর্ব (১) আগামী পর্বে চাঁদাবাজদের নাম সহ নিউজ সম্প্রচার করা হবে ইনশাল্লাহ।সে পর্যন্ত চোঁখ রাখুন সময়ের কন্ঠ পত্রিকার পাতায় ও সময়ের অনুসন্ধান টিভির পর্দায়।