ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
সংবাদ শিরোনাম ::
বর্ণিল চাকরি জীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মোঃ হুমায়ুন কবির উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ দাবি: ব্যবস্থাগ্রহণ চেয়ে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন ডাব চু’রি করতে গিয়ে গাছের উপরই অজ্ঞান কিশোর, ছয় ঘণ্টা পর উদ্ধার গোবিন্দগন্জে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার ধান ও পাট বীজ এবং সার বিতরণ জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মুক্তাগাছা বেগুনবাড়ী সহ টাঙ্গাইলের কালিহাতীতে, মহা অষ্টমী স্নান উৎসব পালিত ঠাকুরগাঁওয়ে মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু কেন্দ্রীয় সরকারের রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতা ও বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিলেন অভিষেক ব্যানার্জী দেশে প্রথমবারের মতো ভূমি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাশিমপুরে খাঁশ জমি দখলের অন্যতম সহযোগী সার্ভেয়ার রফিক ও দখলরাজ সন্ত্রাস বাহিনীর প্রধান রমজান আলী গং ভারতের রাষ্ট্রপতি, রাজভবন কে জন রাজভবনের জন্য চাবি তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে

মেসির একাই ৫০০, জয়ে শুরু বার্সার বছর

খেলার রিপোর্টার।।

আগের ম্যাচে দলে ছিলেন না বার্সার আর্জেন্টাইন সেনসেশন লিওনেল মেসি। সেটার খেসারতও দিতে হয়েছে বার্সেলোনাকে। তবে চোট থেকে সেরে উঠতেই মাঠে নেমে পড়লেন অধিনায়ক। দলও জয় দিয়ে শুরু করলো নতুন বছর। তবে সেটা ঠিক তৃপ্ত করতে পারেনি বার্সা ভক্ত-সমর্থকদের। পয়েন্ট তালিকার তলানিতে থাকা হুয়েস্কার বিপক্ষে বার্সেলোনা জিতেছে ন্যূনতম ব্যবধানে।

রবিবার স্প্যানিশ লা লিগায় স্বাগতিকদের বিরুদ্ধে কাতালান জায়ান্টরা জিতেছে ১-০ গোলের ব্যবধানে। ম্যাচের ২৭ মিনিটে একমাত্র ও জয়সূচক গোলটি করেছেন ফ্রেঙ্কি ডি জং। তবে এই গোলের নেপথ্য নায়ক মেসি। তিনি নিজেও অবশ্য গোল করার অসংখ্য সুযোগ পেয়ে হাতছাড়া করেছেন। লীগে নিজের ৫০০তম ম্যাচে আরেকটু ভালো করতে পারতেন মেসি।

কাতালানদের ডাচ কোচ রোনাল্ড কোম্যান এই জয়ে ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন। তার এমন ভাবনার কারণ দুটি। প্রথমত, জয় দিয়ে বছর শুরু করা গেল এবং একই সঙ্গে জয়ে ফেরা হলো। দ্বিতীয়ত, ইনজুরি থেকে সেরে উঠে মাঠে নামানো গেছে অধিনায়ক মেসিকে। যদিও চোটের কারণে জড়তা ছিল তার পারফরম্যান্সে।

শুধু মেসিই নন, হতাশ করেছেন উসমান ডেম্বেলে, পেদ্রি, জর্ডি আলবাও। আসলে এদিন বার্সাকে ডেকে এনে তাদের আক্রমণ বিভাগের পরীক্ষাই নিয়েছে হুয়েস্কা। ঘরের মাঠে মেসিদের জন্য রক্ষণদুর্গ বেশ আঁটসাঁট করে রাখে তারা। হুয়েস্কার গোলরক্ষকও যেন অতিমানব হয়ে উঠছিলেন এদিন। সবমিলিয়ে স্বাগতিকদের রক্ষণ দেয়াল ভাঙতে হিমশিম খেতে হয়েছে কোম্যানের শিষ্যদের।

চলতি মৌসুমে এটি মেসিদের অষ্টম জয়। বাকি আট ম্যাচের চারটিতে হেরেছে তারা; ড্র চারটিতে। ২৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের পাঁচে আছে ফ্যান ফেভারেট দলটি। এক ম্যাচ বেশি খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ।

আরো খবর.......
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বর্ণিল চাকরি জীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মোঃ হুমায়ুন কবির

মেসির একাই ৫০০, জয়ে শুরু বার্সার বছর

আপডেট টাইম : ০৭:৫৩:৪৬ পূর্বাহ্ণ, সোমবার, ৪ জানুয়ারি ২০২১

খেলার রিপোর্টার।।

আগের ম্যাচে দলে ছিলেন না বার্সার আর্জেন্টাইন সেনসেশন লিওনেল মেসি। সেটার খেসারতও দিতে হয়েছে বার্সেলোনাকে। তবে চোট থেকে সেরে উঠতেই মাঠে নেমে পড়লেন অধিনায়ক। দলও জয় দিয়ে শুরু করলো নতুন বছর। তবে সেটা ঠিক তৃপ্ত করতে পারেনি বার্সা ভক্ত-সমর্থকদের। পয়েন্ট তালিকার তলানিতে থাকা হুয়েস্কার বিপক্ষে বার্সেলোনা জিতেছে ন্যূনতম ব্যবধানে।

রবিবার স্প্যানিশ লা লিগায় স্বাগতিকদের বিরুদ্ধে কাতালান জায়ান্টরা জিতেছে ১-০ গোলের ব্যবধানে। ম্যাচের ২৭ মিনিটে একমাত্র ও জয়সূচক গোলটি করেছেন ফ্রেঙ্কি ডি জং। তবে এই গোলের নেপথ্য নায়ক মেসি। তিনি নিজেও অবশ্য গোল করার অসংখ্য সুযোগ পেয়ে হাতছাড়া করেছেন। লীগে নিজের ৫০০তম ম্যাচে আরেকটু ভালো করতে পারতেন মেসি।

কাতালানদের ডাচ কোচ রোনাল্ড কোম্যান এই জয়ে ইতিবাচক দিক খুঁজে নিয়েছেন। তার এমন ভাবনার কারণ দুটি। প্রথমত, জয় দিয়ে বছর শুরু করা গেল এবং একই সঙ্গে জয়ে ফেরা হলো। দ্বিতীয়ত, ইনজুরি থেকে সেরে উঠে মাঠে নামানো গেছে অধিনায়ক মেসিকে। যদিও চোটের কারণে জড়তা ছিল তার পারফরম্যান্সে।

শুধু মেসিই নন, হতাশ করেছেন উসমান ডেম্বেলে, পেদ্রি, জর্ডি আলবাও। আসলে এদিন বার্সাকে ডেকে এনে তাদের আক্রমণ বিভাগের পরীক্ষাই নিয়েছে হুয়েস্কা। ঘরের মাঠে মেসিদের জন্য রক্ষণদুর্গ বেশ আঁটসাঁট করে রাখে তারা। হুয়েস্কার গোলরক্ষকও যেন অতিমানব হয়ে উঠছিলেন এদিন। সবমিলিয়ে স্বাগতিকদের রক্ষণ দেয়াল ভাঙতে হিমশিম খেতে হয়েছে কোম্যানের শিষ্যদের।

চলতি মৌসুমে এটি মেসিদের অষ্টম জয়। বাকি আট ম্যাচের চারটিতে হেরেছে তারা; ড্র চারটিতে। ২৮ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে লিগ টেবিলের পাঁচে আছে ফ্যান ফেভারেট দলটি। এক ম্যাচ বেশি খেলে ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অ্যাটলেটিকো মাদ্রিদ।