দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

- আপডেট টাইম : ০৪:১৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১
- / ২৭৪ ১৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
নেত্রকোনার মদনে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাঈম মিয়া (১৮) নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে মদন থানার পুলিশ।
সাঈম মিয়া মদন উপজেলার মদন ইউনিয়নের কুলিয়াটি (উচিতপুর শান্তিপাড়া) গ্রামের এমপাস মিয়ার ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে সূত্রে জানা যায়, ওই শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। রোববার দুপুরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে সরকারি যাত্রী চাউনির পেছনে খেলা করছিল মেয়েটি। এ সময় সাঈম মিয়া যাত্রী চাউনির পাশে একটি ফার্মেসির পেছনে নিয়ে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারের লোকজনের কাছে ঘটনাটি খুলে বলে। এমন অভিযোগের প্রেক্ষিতে মদন থানার পুলিশ অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে সাঈমকে গ্রেফতার করে।
মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, মেয়েটির পরিবারের অভিযোগের প্রেক্ষিতে সাঈম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হবে। গ্রেফতার সাঈমকে সোমবার নেত্রকোনা আদালতে প্রেরণ করা হবে।