মোংলা কোস্ট গার্ড কর্তৃক উপকূলবর্তী প্রান্তিক জেলেদের মাঝে রেডিও ও লাইফ জ্যাকেটসহ অন্যান্য জীবনরক্ষাকারী দ্রব্যসামগ্রী বিতরণ
- আপডেট টাইম : ০৬:৩৭:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ২২৫ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক মোংলা ।। প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মৎস্য সম্পদ সংরক্ষণ এর পাশাপাশি উপকূলীয় এলাকার প্রান্তিক জেলে, অসহায় ও দুস্থদের মাঝে নিয়মিত সাহায্য সহযোগিতা করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় মুজিব শতবর্ষ উদ্্যাপন উপলক্ষ্যে ১৬ সেপ্টেম্বর ২০২১ রোজ বৃহস্পতিবার দুপুরে মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ,এএফডব্লিউসি,পিএসসি (জবধৎ অফসরৎধষ অংযৎধভঁষঐড়য়পযড়ফিযঁৎু,হফঁ, ধভপি,ঢ়ংপ) কর্তৃকপশ্চিম জোনের অধীনস্থ কোস্ট গার্ড বেইস মোংলা এলাকার অন্তর্ভূক্ত উপকূলবর্তী প্রান্তিক জেলেদের মাঝে জীবন রক্ষাকারী উপকরণ হিসেবে লাইফ জ্যাকেট, লাইফবয়, রেডিও, টর্চ লাইট, রেইনকোট ও কম্বল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ড—এর বিভিন্ন উদ্ধর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।