পদ্মায় জেলের জালে ধরা পড়ল ১৮ কেজির কাতল
- আপডেট টাইম : ০৮:০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ৩৬৬ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে।
শনিবার ভোরে নদীর মোহনায় জেলে গুরুদেব হালদারের জালে মাছটি ধরা পড়ে। সকালে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের ছাইক্যা মোল্লার আড়তে আনা হলে মাছটিকে দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়।
পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা এক হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ২৫ হাজার ৪৮০ টাকায় মাছটি কিনে নেন।
এ বিষয়ে ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, মাছটি কিছুটা লাভে বিক্রির আশায় ফেরিঘাটের পন্টুনে বেঁধে রেখেছেন। সেইসঙ্গে বিভিন্ন স্হানে ক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করছেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মায় এখন প্রায় প্রতিদিনই এ ধরনের বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুশি। তবে আমরা আগামীতে নদীর এ এলাকায় এ ধরনের বড় বড় মাছের জন্য অভয়াশ্রম গড়ে তোলার চেষ্টা করছি।