সংবাদ শিরোনাম ::
লালমনিরহাটের হাতীবান্ধায় শিশু ধর্ষন চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক

নিজস্ব সংবাদদাতা:
- আপডেট টাইম : ০৫:৫৩:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
- / ২৯৭ ১৫০০০.০ বার পাঠক
লালমনিরহাট জেলা প্রতিনিধি।।
লালমনিরহাটের হাতীবান্ধায় ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে রাশেদুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গেন্দুকুড়ি আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে অভিযুক্ত ব্যাক্তিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর আগে শুক্রবার সকাল সাড়ে দশটায় উপজেলার গেন্দুকুড়ী এলাকার নিয়াজি পাড়ায় এ ঘটনা ঘটে।
আটককৃত রাশেদুল ইসলাম (৪৫) উপজেলার গেন্দুকুড়ি এলাকার নিয়াজি পাড়ার মৃত জাফরের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশুকে একা পেয়ে জোড় পূর্ব ধর্ষনের চেষ্টা করেন রাশেদুল। এ সময় শিশুটির আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাশেদুলকে আটক করে। পরে রাশেদুলকে স্থানীয় আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের বারান্দায় দড়ি দিয়ে বেধে রেখে পুলিশে খবর দেয় । খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) আঙ্গুর বলেন, শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগে রাশেদুলকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরো খবর.......