ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
শহরের প্রান কেন্দ্রে অবস্থিত ৪৫ বছরের পুরানো এ প্রতিষ্ঠান নাম হলো আদর্শ স্কুল এন্ড কলেজ অথচ কলেজ শাখায় একজন ছাত্র/ছাত্রীও নেই মঠবাড়িয়ায় রাতের আঁধারে বনিক সমিতির ক‌মি‌টি গঠনের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এটিএম আজহারুলের মুক্তির দাবিতে গণঅবস্থানের ডাক জামায়াতের চলন্তবাসে বাসে ডাকাতি ও শ্লীলতাহানি, টাঙ্গাইলে গ্রেফতার ৩ বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যা বললেন ট্রাম্প অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল বাংলা ৫২ নিউজ ডটকম এর ৯ম বর্ষপূর্তি আজশনিবার সকাল দশটায় পিরোজপুর মঠবাড়িয়ায় উদযাপিত হয় কোনাবাড়িতে বিএনপি’র দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া: আতঙ্কে ওই এলাকার সাধারণ মানুষ ৩৬ বছর আগে হারিয়ে যাওয়া মায়ের সন্ধান পেল সাংবাদিক আশিকুর রহমান জামাল শ্রমিক কল্যান ফেডারেশন মোংলা পৌর শাখার উদ্যোগে মোংলা আইডিয়াল ক্যাডেট মাদ্রাসায় দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত

পাথরঘাটা ৬ নং কাকচিড়ায় বিকাশ প্রতারনার শিকার প্রতিবন্ধী ব্যাবসায়ী

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৯:১৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
  • / ৩৪১ ৫০০০.০ বার পাঠক

পাথরঘাটা প্রতিনিধি।

অসহায় পরিবারের মধ্য দিয়ে জুলহাস(২৯) নামের ব্যাবসায়ী এজেন্ট এর নতুন ব্যাবসা নেয়ার এক সপ্তাহের মধ্যেই প্রায় ১,২৩,০০০ টাকা প্রতারকের কাছে চলে গেছে।

ঘটনাটি ঘটেছে পাথরঘাটা উপজেলা কাকচিড়া ইউনিয়নের কাটাখালী বাজারে। শামছুল হক আকন এর ছেলে মোঃ জুলহাস মিয়া মধ্য রুপধন এলাকার স্থানীয় বাসিন্দা।

ঐ ব্যাবসায়ীর কাছ থেকে জানা যায় ১৪ ই ডিসেম্বর রোজ সোমবার বিকাশ কোম্পানির কাছ থেকে বামনার ডি এস মোঃ রুবেল এর কাছ থেকে একটি এজেন্ট সিম নিয়ে ব্যাবসা শুরু করে। বৃহস্পতিবার পাথরঘাটার ডি এস মোঃ সোহেল এর কাছে এজেন্ট সিম থেকে ১০,০০০ টাকা পেমেন্ট করে কিন্তু নগদ টাকা দেয়নি শনিবারেও।

রবিবার ২০ শে ডিসেম্বর অপরিচিত রবি নাম্বার থেকে কল আসে জিজ্ঞেস করে নতুন বিকাশ এজেন্ট নিয়েছেন কেমন চলে কোনো সমস্যা আছে কিনা লেনদেন কেনো কম করেন আরও বেশী করতে হবে ইত্যাদি। আরও বলে আপনাকে এখন অফিস থেকে ওয়েটিং এ কল দিবে যা জিজ্ঞেস করে সঠিক তথ্য দিবেন।

ইতিমধ্যে ডি এস রুবেল এর নাম্বার থেকে কল আসে রিসিভ করলে অফিসের স্যার কথা বলে এবং জিজ্ঞেস করে আপনাকে সব কাগজপএ দিয়েছে? জুহাস ব্যাবসায়ী বলেন – না। বিকাশ অফিসের স্যার বলেন আপনার বিকাশ এজেন্ট তো বন্ধ হয়ে যাবে। আপনার পারসোনাল সিম যেকয়টি আছে তার টাকা এবং এজেন্ট এর সব টাকা একটি পারসোনাল সিমে সেন্ড করে নিন।

যখন সব টাকা একটি সিমে নেয়া হয় ৬ সংখ্যার নাম্বার নিয়ে ঐ প্রতারক সেন্ডমানি ও পেমেন্ট এর মাধ্যমে মোট ১,২২,৭৪২ টাকা নিয়ে যায়।

এ ঘটনার পর মঙ্গলবার ২২ শে ডিসেম্বর পাথরঘাটা থানায় জিডি করেন (জিডি নং- ৮২৮) ডিউটি অফিসার ইন্দ্রজিৎ কুমার বলেন, এ ঘটনার জন্য বিকাশ কোম্পানি সরাসরি দায়ী। কারন বিকাশ কোম্পানির সাহায্য ছাড়া কোনো প্রতারক এ্যাকাউন্ট এর টাকার খবর জানতে পারে না।এই ধরনের ঘটনা আমাদের সমাজে প্রায়ই হয়ে থাকে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

পাথরঘাটা ৬ নং কাকচিড়ায় বিকাশ প্রতারনার শিকার প্রতিবন্ধী ব্যাবসায়ী

আপডেট টাইম : ০৯:১৯:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১

পাথরঘাটা প্রতিনিধি।

অসহায় পরিবারের মধ্য দিয়ে জুলহাস(২৯) নামের ব্যাবসায়ী এজেন্ট এর নতুন ব্যাবসা নেয়ার এক সপ্তাহের মধ্যেই প্রায় ১,২৩,০০০ টাকা প্রতারকের কাছে চলে গেছে।

ঘটনাটি ঘটেছে পাথরঘাটা উপজেলা কাকচিড়া ইউনিয়নের কাটাখালী বাজারে। শামছুল হক আকন এর ছেলে মোঃ জুলহাস মিয়া মধ্য রুপধন এলাকার স্থানীয় বাসিন্দা।

ঐ ব্যাবসায়ীর কাছ থেকে জানা যায় ১৪ ই ডিসেম্বর রোজ সোমবার বিকাশ কোম্পানির কাছ থেকে বামনার ডি এস মোঃ রুবেল এর কাছ থেকে একটি এজেন্ট সিম নিয়ে ব্যাবসা শুরু করে। বৃহস্পতিবার পাথরঘাটার ডি এস মোঃ সোহেল এর কাছে এজেন্ট সিম থেকে ১০,০০০ টাকা পেমেন্ট করে কিন্তু নগদ টাকা দেয়নি শনিবারেও।

রবিবার ২০ শে ডিসেম্বর অপরিচিত রবি নাম্বার থেকে কল আসে জিজ্ঞেস করে নতুন বিকাশ এজেন্ট নিয়েছেন কেমন চলে কোনো সমস্যা আছে কিনা লেনদেন কেনো কম করেন আরও বেশী করতে হবে ইত্যাদি। আরও বলে আপনাকে এখন অফিস থেকে ওয়েটিং এ কল দিবে যা জিজ্ঞেস করে সঠিক তথ্য দিবেন।

ইতিমধ্যে ডি এস রুবেল এর নাম্বার থেকে কল আসে রিসিভ করলে অফিসের স্যার কথা বলে এবং জিজ্ঞেস করে আপনাকে সব কাগজপএ দিয়েছে? জুহাস ব্যাবসায়ী বলেন – না। বিকাশ অফিসের স্যার বলেন আপনার বিকাশ এজেন্ট তো বন্ধ হয়ে যাবে। আপনার পারসোনাল সিম যেকয়টি আছে তার টাকা এবং এজেন্ট এর সব টাকা একটি পারসোনাল সিমে সেন্ড করে নিন।

যখন সব টাকা একটি সিমে নেয়া হয় ৬ সংখ্যার নাম্বার নিয়ে ঐ প্রতারক সেন্ডমানি ও পেমেন্ট এর মাধ্যমে মোট ১,২২,৭৪২ টাকা নিয়ে যায়।

এ ঘটনার পর মঙ্গলবার ২২ শে ডিসেম্বর পাথরঘাটা থানায় জিডি করেন (জিডি নং- ৮২৮) ডিউটি অফিসার ইন্দ্রজিৎ কুমার বলেন, এ ঘটনার জন্য বিকাশ কোম্পানি সরাসরি দায়ী। কারন বিকাশ কোম্পানির সাহায্য ছাড়া কোনো প্রতারক এ্যাকাউন্ট এর টাকার খবর জানতে পারে না।এই ধরনের ঘটনা আমাদের সমাজে প্রায়ই হয়ে থাকে।