মোংলা মৎস্য সমবায় সমিতির ত্রি বার্ষিকী নির্বাচনে আফজাল সভাপতি হালিম সাধারণ সম্পাদক
- আপডেট টাইম : ০৫:২৩:১০ অপরাহ্ণ, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
- / ৩২২ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক মোংলা ।।ব্যাপক উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে মোংলা পৌরসভা মৎস্য ব্যাবসায়ী সমবায় সমিতির ত্রি বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৮৪ জন ভোটারের মধ্যে ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এ নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে ৯টি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। নয় সদস্য বিশিষ্ট মোংলা মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি মেয়াদ তিন বছর।এদের মধ্যে প্রচার সম্পাদক পদে মোঃ করিম মোল্লা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে আফজাল হোসেন নির্বাচিত হন। তিনি পেয়েছেন ৯২ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের মোঃ অলিয়ার রহমান অলি পেয়েছেন ৮২ ভোট।
সাধারণ সম্পাদক পদে গোলাপফুল প্রতীকে ১১৪ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ হালিম কাজী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকে মোঃ মোসলেম উদ্দিন পেয়েছেন ৬১ ভোট।
এ ছাড়াও এ নির্বাচনে সহ-সভাপতি পদে আঃ রহমান,সহ-সাধারণ সম্পাদক বজলু মীর,সাংগঠনিক সম্পাদক পদে হাবিবুর রহমান, সদস্য পদে আকবর আলী গাজী, আকরাম হোসেন,ফারুক শরীফ বিজয়ী হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন-উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম।