জাতীয় হকি দলের প্রাথমিক ক্যাম্পে ৩২ খেলোয়াড়
- আপডেট টাইম : ০৫:৫৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ৩৮৫ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
আগামী মার্চে অনুষ্ঠিতব্য এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় হকি দলের প্রশিক্ষণ ক্যাম্প আগামী ১০ জানুয়ারি থেকে ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুরু হবে। ক্যাম্পে যোগদানের জন্য নির্বাচক কমিটি প্রাথমিকভাবে ৩২ খেলোয়াড়কে মনোনীত করেছে। সব খেলোয়াড়দের আগামী ১০ জানুয়ারি বিকেল ৪টায় ম্যানেজার বদরুল আলম দিপু এবং কোচ মাহবুব হারুনের কাছে রিপোর্ট করতে হবে।। ১১ জানুয়ারি বেলা ১টায় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের কোভিড টেস্ট করানো হবে।
টুর্নামেন্ট উপলক্ষ্যে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) বিগত নির্বাহী কমিটির সভায় কর্মকর্তা নিয়োগ দিয়েছে। সহতারী ম্যানেজার হিসেবে আছেন জি এম মামুন উর রশীদ, সহকারী কোচ জহিরুল ইসলাম মিতুল।
জাতীয় হকি দলের প্রাথমিক স্কোয়াড ॥ গোলরক্ষক : অসীম গোপ, আবু সাঈদ নিপ্পন, বিপ্লব কুজুর, নুরুজ্জামান নয়ন; রক্ষণভাগ : খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, সোহানুর রহমান সবুজ, মেহেদী হাসান, রেজাউল করিম বাবু, মনোজ বাবু, শফিউল আলম শিশির, সারোয়ার মোর্শেদ শাওন, খালেদ মাহমুদ রাকিন; মধ্যমাঠ : সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইম উদ্দিন, ফজলে হোসেন রাব্বি, হাসান যুবায়ের নিলয়, আবেদ উদ্দিন, রাজু আহমেদ তপু; আক্রমণভাগ : রাসেল মাহমুদ জিমি, মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক, আরশাদ হোসেন, মাহবুব হোসেন, দ্বীন ইসলাম ইমন, রকিবুল হাসান, পুস্কর ক্ষিসা মিমো, রাজিব দাস, মোহাম্মদ মহসিন, দেবাশিষ কুমার রায়।