এর কভার পেজে বেবি বাম্প নিয়ে নজর কাড়লেন আনুশকা
- আপডেট টাইম : ০৩:০১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১
- / ২৯৪ ৫০০০.০ বার পাঠক
অনলাইন ডেস্ক ॥
বিনোদন জগতের সবচেয়ে আলোচিত দম্পতির মধ্যে শীর্ষেই আছেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। চলতি জানুয়ারি মাসেই এই দম্পতির প্রথম সন্তানের আগমন উপলক্ষে অপেক্ষার উত্তেজনায় আছেন ভক্তরা।
এই তুমুল জনপ্রিয় জুটির সন্তান আগমন ইতোমধ্যে বিনোদন জগতের অন্যতম আলোচনার বিষয়। এবার বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর কভার পেজে বেবি বাম্প নিয়ে নজর কাড়লেন আনুশকা শর্মা।
চলতি জানুয়ারিতেই আনুশকার কোলে আসছে নতুন অতিথি। তবে তার আগে পর্যন্ত চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। কখনও বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত তিনি, আবার কখনও ফটোশুটে। এবার প্রকাশ্যে এলো ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে তার ছবি।
সাদা টি-শার্টের একটা বোতাম আটকানো। আর উন্মুক্ত বেবি বাম্প। এমন নয় যে আনুশকা বেবি বাম্পের ছবি আগে পোস্ট করেননি। বিরাট কোহলি কীভাবে তাকে এই অবস্থায় শীর্ষাসনে সাহায্য করেন, সে ছবিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। সেখানেও স্পষ্ট ছিল তার বেবি বাম্প। তবে ভোগ কভারের ছবি একেবারে কমনীয় মডেলের লুকে ধরা দিয়েছেন তিনি।
অন্য একটি ছবিতে আবার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লং কোট ও পাজামায় দেখা যাচ্ছে তাকে। আবার একটিতে তিনি শ্যাওলা রঙের মিনি ড্রেসে। প্রতিটি লুকই নজরকাড়া।
মা হতে চলা আনুশকা জানিয়েছেন, এই ‘অভিশপ্ত’ বছরটা তাদের কাছে কীভাবে আশীর্বাদের হয়ে উঠলো। তিনি বলেন, ‘মহামারী আসলে আমাদের জন্য অদ্ভুত আশীবার্দেই পরিণত হলো। বিরাটকেও পাশে পেয়েছিলাম। আর বাড়িতেই থাকায় বিষয়টা অনেকদিন গোপন রাখাও সম্ভব হয়েছে। শুধু ডাক্তারের কাছে ছাড়া কোথাও যেতাম না। আর রাস্তাঘাট ফাঁকা থাকায় কেউ দেখতেও পায়নি। ’
আনুশকা চান, তাদের সন্তান যেন উদ্ধত না হয়। সকলকে সম্মান করে। জন্মের পর তাকে সামাজিকমাধ্যম থেকে দূরেই রাখতে চান।
একইসঙ্গে হবু মায়েদের সুস্থ থাকার কিছু টিপসও দেন অভিনেত্রী। তার কথায়, এই সময় মেডিটেশন বা ধ্যান ভীষণ জরুরি। চিন্তামুক্ত হাসিখুশি থাকতে হবে। সেই সঙ্গে যে কোনও পরিস্থিতির জন্যও তৈরি থাকা প্রয়োজন।