মোংলায় ওসি ইকবাল বাহার চৌধুরীর বিদায় সংবর্ধনা
- আপডেট টাইম : ১১:৫৬:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ৩৪১ ৫০০০.০ বার পাঠক
ওমর ফারুক মোংলা : মোংলা প্রেস ক্লাব ও মোংলা নাগরিক সমাজের আয়োজনে ১ সেপ্টেম্বর বুধবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরীর বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুর দেড়টায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সংবর্ধিত অতিথি বিদায়ী থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী। এছাড়া বক্তব্য রাখেন মোংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এইচ এম দুলাল, সাবেক সভাপতি আহসান হাবীব, মোংলা নাগরিক সমাজের নেতা সাংবাদিক মোঃ নূর আলম শেখ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আমির হোসেন আমু, সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক সুমেল সারাফাত প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী ও সাংবাদিক নেতৃবৃন্দ আবেগ-আপ্লুত হয়ে পড়েন। পুলিশ-সাংবাদিকদের সম্প্রীতি ও সহাবস্থানের মধ্য দিয়ে শান্তি এবং স্থিতিশীল মোংলার পরিবেশ বজায় থাকাকে বক্তারা বিশেষভাবে স্মরণ করেন। সংবর্ধনা অনুষ্ঠানে ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরীকে সাংবাদিকদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথির সম্মানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে সঙ্গীত পরিবেশন করা হয়। অন্যদিকে বুধবার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরীকে উপজেলা প্রশাসন ও মোংলা পোর্ট পৌরসভার পক্ষ থেকেও সংবর্ধনা প্রদান করা হয়।