ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
বেক্সিমকো শ্রমিকদের সড়ক অবরোধ মেংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন বানচালে সক্রিয় আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল প্রদর্শন হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র সহ ০২ জন দুর্ধর্ষ সন্ত্রাসী আটক মোংলায় জমি জমার বিরোধের জেরে সংঘর্ষ আহত ৩ কালিয়াকৈরে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের মনোনয়ন ফরম বিক্রি শুরু নওগাঁর নিয়ামতপুরে সমতল ভূমিতে বসবাসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে মুরগি ও মুরগির উপকরণ বিতরণ অনুষ্ঠান ছাত্রশিবির এখন ছাত্রসমাজের সবচেয়ে আপন: ডা. শফিকুর রহমান

বাঘায় ইউপি কার্যালয়ে গৃহবধূকে ঢেকে নিয়ে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেয়ার অভিযোগ 

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০৮:৫৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
  • / ৬৭৩ ৫০০০.০ বার পাঠক

বাঘা ( রাজশাহী )প্রতিনিধি।।

রাজশাহীর বাঘায় আক‌লিমা খাতুন (২৩) না‌মের এক গৃহবধূরকে ইউপি কার্যালয়ে ঢেকে নিয়ে জোরপূর্বক তালাকনামায়  স্বাক্ষর করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩০ শে আগস্ট ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বাউসা  ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভুগী গৃহবধূ বা‌দি হ‌য়ে চারজনকে অভিযুক্ত করে    সোমবার সন্ধ্যায় বাঘা থানায় অভিযোগ দায়ের করেন। সে বাঘা পৌরভার ২নং ওয়ার্ড এলাকার মৃত: জমির উ‌দ্দি‌নের মেয়ে।

অ‌ভি‌যোগ সু‌ত্রে জানা যায়, বাঘা উপজেলার   বাউসা  মাঝপাড়া এলাকার মৃত: নাসির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ( ৪০ )  এর স‌ঙ্গে এক বছর পু‌র্বে  আক‌লিমার বিবাহ হয়।  বিয়ের পরে আক‌লিমা জানতে পারে, তার স্বামী মাদকাসক্ত। তাই বিয়ের পর থেকেই স্বামীকে মাদকমুক্ত করতে আকলিমা আপ্রাণ চেষ্টা করেন ।  এ  নিয়ে  স্বামীর বড়ভাই ( ভাসুর) জা‌হিদুল ইসলা‌মের স‌ঙ্গেও বি‌ভিন্ন আলাপ আ‌লোচনা ক‌রেন, কিভা‌বে স্বামী হা‌ফিজুর কে মাদকমুক্ত করা যায়। সর্বশেষ  গত সোমবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে দশটায় জাহিদুল  আক‌লিমা‌কে ব‌লে, তোমার স্বামী‌কে ভা‌লো কর‌তে হ‌লে ইউ‌পি কার্যাল‌য়ে এক‌টি অ‌ভি‌যোগ দি‌তে হ‌বে।  সে কৌশলে আকলিমাকে বাউসা ইউপি পরিষদ কার্যালয়ে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক  আক‌লিমার  নিকট থেকে তালাকনামায়  স্বাক্ষর করিয়ে নেয়। এ সময় আকলিমা তার বড় ভাইকে বিষয়টি  মু‌ঠো‌ফো‌নে জানানোর চেষ্টা করলে তার নিকট থেকে মুঠোফোন কেড়ে নেয়া হয়। পরে এ ঘটনায়  আক‌লিমা বা‌দি হ‌য়ে ভাসুর জাহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, খালু  হাকিম আলী, ও কাজী লায়েব উদ্দিনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আকলিমার ভাই জহুরুল ইসলাম বলেন, তারা জোরপূর্বক  বোন‌কে দি‌য়ে তালাকনামায়  স্বাক্ষর ক‌রে নি‌য়ে‌ছে।  ইউ‌নিয়ন প‌রিষ‌দে এ ধর‌নের মানব‌াধিকার ল‌ঙ্ঘিত কর্মকান্ড খুবই দুঃখজনক। আমরা এর সু-বিচার চাই।

অভিযুক্ত জাহিদ বলেন,আমি এমন কাজের সাথে সম্পৃক্ত নই।ঘটনার সময় অন্য একটা শালিসে কার্যালয়ের বারান্দায় ছিলাম।

এ বিষ‌য়ে প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জাহিদ করেছে। সেই ভা‌লো বল‌তে পা‌র‌বে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি )সাজ্জাদ হোসেন বলেন, এ সংক্রান্ত একটি  অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় ইউপি কার্যালয়ে গৃহবধূকে ঢেকে নিয়ে জোরপূর্বক তালাকনামায় স্বাক্ষর নেয়ার অভিযোগ 

আপডেট টাইম : ০৮:৫৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১

বাঘা ( রাজশাহী )প্রতিনিধি।।

রাজশাহীর বাঘায় আক‌লিমা খাতুন (২৩) না‌মের এক গৃহবধূরকে ইউপি কার্যালয়ে ঢেকে নিয়ে জোরপূর্বক তালাকনামায়  স্বাক্ষর করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৩০ শে আগস্ট ) সকাল সাড়ে ১০ টায় উপজেলার বাউসা  ইউপি কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভুগী গৃহবধূ বা‌দি হ‌য়ে চারজনকে অভিযুক্ত করে    সোমবার সন্ধ্যায় বাঘা থানায় অভিযোগ দায়ের করেন। সে বাঘা পৌরভার ২নং ওয়ার্ড এলাকার মৃত: জমির উ‌দ্দি‌নের মেয়ে।

অ‌ভি‌যোগ সু‌ত্রে জানা যায়, বাঘা উপজেলার   বাউসা  মাঝপাড়া এলাকার মৃত: নাসির উদ্দিনের ছেলে হাফিজুর রহমান ( ৪০ )  এর স‌ঙ্গে এক বছর পু‌র্বে  আক‌লিমার বিবাহ হয়।  বিয়ের পরে আক‌লিমা জানতে পারে, তার স্বামী মাদকাসক্ত। তাই বিয়ের পর থেকেই স্বামীকে মাদকমুক্ত করতে আকলিমা আপ্রাণ চেষ্টা করেন ।  এ  নিয়ে  স্বামীর বড়ভাই ( ভাসুর) জা‌হিদুল ইসলা‌মের স‌ঙ্গেও বি‌ভিন্ন আলাপ আ‌লোচনা ক‌রেন, কিভা‌বে স্বামী হা‌ফিজুর কে মাদকমুক্ত করা যায়। সর্বশেষ  গত সোমবার (৩০ আগষ্ট) সকাল সাড়ে দশটায় জাহিদুল  আক‌লিমা‌কে ব‌লে, তোমার স্বামী‌কে ভা‌লো কর‌তে হ‌লে ইউ‌পি কার্যাল‌য়ে এক‌টি অ‌ভি‌যোগ দি‌তে হ‌বে।  সে কৌশলে আকলিমাকে বাউসা ইউপি পরিষদ কার্যালয়ে নিয়ে যায় এবং সেখানে জোরপূর্বক  আক‌লিমার  নিকট থেকে তালাকনামায়  স্বাক্ষর করিয়ে নেয়। এ সময় আকলিমা তার বড় ভাইকে বিষয়টি  মু‌ঠো‌ফো‌নে জানানোর চেষ্টা করলে তার নিকট থেকে মুঠোফোন কেড়ে নেয়া হয়। পরে এ ঘটনায়  আক‌লিমা বা‌দি হ‌য়ে ভাসুর জাহিদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম, খালু  হাকিম আলী, ও কাজী লায়েব উদ্দিনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে আকলিমার ভাই জহুরুল ইসলাম বলেন, তারা জোরপূর্বক  বোন‌কে দি‌য়ে তালাকনামায়  স্বাক্ষর ক‌রে নি‌য়ে‌ছে।  ইউ‌নিয়ন প‌রিষ‌দে এ ধর‌নের মানব‌াধিকার ল‌ঙ্ঘিত কর্মকান্ড খুবই দুঃখজনক। আমরা এর সু-বিচার চাই।

অভিযুক্ত জাহিদ বলেন,আমি এমন কাজের সাথে সম্পৃক্ত নই।ঘটনার সময় অন্য একটা শালিসে কার্যালয়ের বারান্দায় ছিলাম।

এ বিষ‌য়ে প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, বিষয়টি জাহিদ করেছে। সেই ভা‌লো বল‌তে পা‌র‌বে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি )সাজ্জাদ হোসেন বলেন, এ সংক্রান্ত একটি  অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।