সংবাদ শিরোনাম ::
সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় রেল কর্মচারী নিহত
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:৩১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১
- / ২৫৮ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥
সড়ক দুর্ঘটনায় নীলফামারীর সৈয়দপুর রেল কারখানার কর্মচারী আনিসুর রহমান (৫৫) নিহত হয়েছে। গতকাল শনিবার (২৮আগষ্ট) রাত সাড়ে নয়টার দিকে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসুর নওগাঁ জেলার রানীনগর উপজেলার পুর্ব বালুভরা এলাকার বাশার আলী খানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, মোটর সাইকেল যোগে তিনি ওয়াপদার নতুনবাজার যাওয়ার পথে বিপরিত দিক থেকে ঢাকাগামী একটি বাসের সাথে সংঘর্ষ হলে ঘটনাস্থলে নিহত হন। এ সময় বাসটি পালিয়ে যায়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর থানার পরিদর্শক(তদন্ত) আতাউর রহমান জানান, আনিসুর রহমান রেল কারখানায় খালাসি হিসেবে কাজ করতেন। সৈয়দপুর শহরের রসুলপুর পুর্ব গোডাউন পাড়ায় থাকতেন তিনি। ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় তা চিহিৃত করা যায়নি।
আরো খবর.......