কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে (৬)কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট টাইম : ০৬:০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১
- / ২৫২ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠর বিশেষ প্রতিনিধি।।
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বালিখোলা বাজার এলাকায় র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে (৬) কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক,আটককৃত মাদক ব্যবসায়ী হলেন ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের তুকচাঁনপুর গ্রামের মৃত আক্কাছ মিয়ার ছেলে নিজাম মিয়া (৫০) ২৭/০৮/২০২১ দুপুর ১২:০০ টায় এ অভিযান পরিচালনা করেন র্যাব-১৪ এর সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে.কমান্ডার এম শোভন খান বিএন নিশ্চিত করে জানান, নিজাম মিয়া একজন মাদক ব্যবসায়ী।সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে আসছিল।গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম উপজেলার বালিখোলা বাজার এলাকায় ক্রেতা হয়ে এ অভিযান পরিচালনা করেন,এসময় ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ নিজাম মিয়াকে (৫০) কে আটক করা হয়,র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছেন।উক্ত বিষয়ে তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।