বর্ণবিদ্বেষের অভিযোগ, ক্ষমা চাইলেন দক্ষিণ আফ্রিকার কোচ
- আপডেট টাইম : ০৩:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ৩১০ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্ট।।
বর্ণবিদ্বেষের অভিযোগ ওঠার পর ক্ষমা চাইলেন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ মার্ক বাউচার।
বাউচারের সাবেক সতীর্থ পল অ্যাডামস অভিযোগ তুলে বলেন, ১৯৯০-এর দশকের শেষের দিকে তার সতীর্থরা তাকে ‘বাদামী বিষ্ঠা’ নামে ডাকত। তাদের মধ্যে ছিলেন বাউচারও।
তবে বাউচারের দাবি, তিনি অ্যাডামসকে ওই নাম দেননি এবং কে দিয়েছিল সেটি জানেন না। তবে বাউচার স্বীকার করেছেন, তিনি খেলোয়াড়দের একটি গ্রুপের অংশ ছিলেন, যারা একটি গান গাইত, যেখানে অ্যাডামসকে ‘বাদামী বিষ্ঠা’ ডাকা হতো।
দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪৭টি টেস্ট, ২৯৫টি ওয়ানডে আর ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৬টি সেঞ্চুরি আর ৬১টি ফিফটির সাহায্যে ১০ হাজার ৪৬৯ রান সংগ্রহ করেন বাউচার।
৪৪ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার এই প্রধান কোচ বলেন, সতীর্থদের সঙ্গে যোগ দিয়ে আপত্তিকর নাম ব্যবহার করা বা গান গাওয়ায় আমার যে ভূমিকা ছিল, তার জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।