আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- আপডেট টাইম : ০৬:১৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
- / ২৪৯ ৫০০০.০ বার পাঠক
মোঃ আকরাম হোসেন বিশেষ প্রতিনিধি।।
আশুলিয়া থানা আওয়ামী লীগের আয়োজনে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত,পাশাপাশি প্রচুর পরিমাণ রান্না করা খাবার বিতরণ।অনুষ্ঠানটি ১৫ ই আগস্ট ২০২১ রবিবার বেলা ২টায় আশুলিয়ার বাইপাইল এলাহি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ত্রান ও দুর্যোগ ব্যবস্থপনা মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী ডাঃ এনামুর রহমান এনাম এমপি,আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন সন্চানলায় ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম,সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর,ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ লতিফ মন্ডল, সাধারণ সম্পাদক হাজি মতিউর রহমান মতিন আশুলিয়া থানা আওয়ামী যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী আমজনতা ও স্থানীয় শিশু বৃদ্ধা ময়মুরুব্বি মুসল্লীবৃন্দ।এ সময় সংক্ষিপ্ত ত্রান প্রতি মন্ত্রী বলেন,আজ আমরা গভীর ভাবে শোকাহত,জাতির জনক বঙ্গবন্ধুকে ও তার পরিবার পরিবারবর্গকে,হায়নার দল বাংলার কুলাঙ্গার ঘাতক মোস্তাক বাহিনী ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট নৃশংস ভাবে হর্তা করেন।ওরা ভেবেছিলো বঙ্গবন্ধুকে মেরে সোনার বাংলাকে ধ্বংস করে দিবে,কিন্তুু ঘাতকের মনের আশাপূরণ হয়নি,কথায় বলে রাখে আল্লায় মারে কে।তারই রক্তে গড়া দুই কন্যা শেখ হাসিনা শেখ রেহানাকে আল্লাহ অশেষ মেহেরবানীতে বাঁচিয়ে রাখছেন,তারাই আজ বাংলার মানুষকে উন্নয়নের রোল মডেলে পৌছে দিতে,বাবার রেখে যাওয়া নৌকার বৈঠা শক্ত হাতে ধরে,বাংলার জনগনকে গন্তব্যে পৌছাতে সক্ষম হয়েছেন।এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন,ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,নিজের সুখ স্বপ্ন বিসর্জন দিয়ে পিতার স্বপ্ন সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।আসুন আমরা দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে,মন থেকে সকল হিংসা-বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। আজকের এই শোকের দিনে বঙ্গবন্ধু ও তার নিহত পরিবারের আত্মার মাগফিরাত কামনা করি, বাংলাদেশ আওয়ামীলীগের উত্তর উত্তর মঙ্গল কামনা করি,জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতী মানুষের। বক্তব্য শেষে বাইপাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবের সমন্বয়ে দোয়াও মোনাজাত শেষে প্রচুর পরিমাণে তাবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করেন।