রোহিঙ্গাদের একীভূত করার প্রস্তাব গণহত্যা হিসেবে চিহ্নিত
- আপডেট টাইম : ০৭:৩৮:৩২ অপরাহ্ণ, শুক্রবার, ৬ আগস্ট ২০২১
- / ২৩৫ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
- নির্মূল কমিটির ওয়েবিনার
স্টাফ রিপোর্টর ॥ হিরোশিমা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ‘বর্তমান বিশ্বে গণহত্যা : হিরোশিমা থেকে মিয়ানমার’ শীর্ষক আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন করে। এতে প্রধান বক্তা ছিলেন জাপানের এহাইম ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব মেডিসিন গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং মেটাবোলজি বিভাগের গবেষক ডাঃ শেখ মোহাম্মদ ফজলে আকবর। সভাপতিত্ব করেন নির্মূল কমিটির সহ-সাধারণ অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী।
সভাপতির বক্তব্যে নুজহাত চৌধুরী আশ্রিত রোহিঙ্গাদের বাংলাদেশীদের সঙ্গে একীভূত করার প্রস্তাবের জন্য বিশ্বব্যাংকের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি বিশ্বব্যাংক বাংলাদেশে অবস্থানরত আশ্রিত রোহিঙ্গাদের বাংলাদেশীদের সঙ্গে একীভূত করতে সহায়তা করার অপচেষ্টা করে, তবে তা জাতিগত নির্মূল বা গণহত্যাজনিত অপরাধ হিসেবে চিহ্নিত হবে। রোহিঙ্গা, ফিলিস্তিনী, উইঘুর অথবা যে কোন জাতি বা সম্প্রদায়ের স্বতন্ত্র পরিচয় মুছে ফেলার চেষ্টা গণহত্যাজনিত অপরাধ হিসেবে বিবেচিত হবে। প্রকৃতপক্ষে, বিশ্বব্যাংকের এমন জঘন্য প্রস্তাবে আমরা ক্ষুব্ধ। আমরা এই ধরনের অপমানজনক প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই এবং অনতিবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চলমান গণহত্যা বন্ধ করতে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীসহ অন্যান্য জাতিসত্তার বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে দ্রুত তাদের স্বদেশে প্রত্যাবাসনের জন্য জাতিসংঘকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের আহ্বান জানাই।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ বলেন, নির্মূল কমিটি সর্বদা গণহত্যাজনিত সকল অপরাধের প্রতি তীব্র নিন্দা জ্ঞাপন করে এবং গণহত্যাকারীদের বিচার দাবি করে। বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান ও ১৯৭১ সালের পাকিস্তানী যুদ্ধাপরাধীদের আইনের আওতায় আনার জন্য বাংলাদেশের প্রতি সমর্থন প্রদান করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট পুনরায় আহ্বান জানাই। বার্মায় চলমান রোহিঙ্গা গণহত্যাসহ ফিলিস্তিন, আফগানিস্তান, চীন, সিরিয়া এবং আফ্রিকার কিছু রাষ্ট্রে চলমান গণহত্যাজনিত অপরাধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই নিন্দাজ্ঞাপন করার আহ্বান জানাই।
অনুষ্ঠানে আলোচক ছিলেন টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফোরাম ফর হিউম্যানিজম তুরস্কের সভাপতি ফেরহাত আতিক, নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক রুবি হক, নির্মূল কমিটির বহুভাষিক সাময়িকী ‘জাগরণ’-এর হিন্দি বিভাগের সম্পাদক ভারতের তাপস দাস, ফিলিস্তিনী ছাত্র রামি খলিলি, নির্মূল কমিটির কেন্দ্রীয় আইন সম্পাদক ব্যারিস্টার নাদিয়া চৌধুরী প্রমুখ।