ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জে নিখোঁজের পর ছাত্রলীগ নেতার গলিত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির জন্য চোখের পানিতে বুক ভাসিয়ে ইসতিসকার নামাজ আদায় মঠবাড়ীয়া তীব্র তাপদাহের হাত থেকে বাঁচতে বৃষ্টির জন্য বিশেষ। প্রার্থনা ময়মনসিংহে আন্তর্জাতিক শব্দদূষণ দিবস উদযাপিত উজিরপুরে সাব রেজিষ্টার মোঃ ইমরান খান এর বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রায়পুরে আলোচনায় চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মামুনুর রশিদ জামালপুরে বিনা খেসারি-১ এর চাষের উজ্জল সম্ভাবনা ব্যাংককের উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হলেন এড.মো. মাসউদ তারাকান্দা উপজেলায় ছেঁড়া ১০টাকা নিয়ে সংঘর্ষে ছেলে নিহত-বাবা সংকটাপন্ন

সুন্দরগঞ্জে হাবিজার বাহিনীর লাঠির আঘাতে ৪জন গুরুতর আহত

গাইবান্ধা জেলা প্রতিনিধি।।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম পরাণ গ্রামে হাবিজার বাহিনীর বেদম মারপিটে ৪জন গুরুতর আহত হয়েছে।
উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের মৃত খোদাই বকসের ছেলে শাহজামাল মিয়ার সাথে একই গ্রামের মৃত করিম বকসের ছেলে ভূমি দস্যু হাবিজার বাহিনীর দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায় বুধবার সকালে শাহজামালের দখলে থাকা জমিতে হাবিজার তার বাহিনীকে নিয়ে জোর করে ধান লাগায়। বিষয়টি শাহজামাল বৃহস্পতিবার সকালে থানা পুলিশকে জানান। ওইদিন বিকেলে পরিকল্পিত ভাবে হাবিজার বাহিনী শাহজামালের অন্য দাগের ১২ বিঘা জমিতে ধান লাগাতে যায়। এসময় শাহজামাল তার এক ছেলে ও দুইজন ছোট ভাইকে নিয়ে বাধা দিতে গেলে হাবিজার বাহিনী লাঠি ও দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে শাহজামালসহ তার লোকজন সবাই গুরুতর আহত হয়। মারামারির চেচামেচি শুনে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। তন্মধ্যে শাহজামালের ছোট মেঝো ভাই শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে হাবিজার বাহিনীরও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেশী নুরুন্নবী মিয়া বলেন, হাবিজার দেওয়ানী কথায় কথায় তার লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা জমি পাওয়ার নাম করে শাহজামাল ও তার লোকজনকে মারধর করে আসছে। উল্লেখ্য-গত বছরও একই সময় হাবিজার বাহিনী শাহজামালের ছোট ভাই আতিয়ার রহমানকে মেরে গুরুতর আহত করে পঙ্গু করে দেয়। উভয় পক্ষের মধ্যে থানা ও কোর্টে কমপক্ষে ২ ডজন মামলা রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা ছামিউল ইসলাম জানান, বিষয়টি সমাধানের জন্য আমি প্রাণ-পণ চেষ্টা করেছি। কিন্তু তাদের সদিচ্ছার অভাবে সমাধান করতে পারিনি।
এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এব্যাপারে ওসি আব্দুল্লাহেল জামান বলেন, মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে নিখোঁজের পর ছাত্রলীগ নেতার গলিত মরদেহ উদ্ধার

সুন্দরগঞ্জে হাবিজার বাহিনীর লাঠির আঘাতে ৪জন গুরুতর আহত

আপডেট টাইম : ০৫:৫০:৩৫ অপরাহ্ণ, শুক্রবার, ৬ আগস্ট ২০২১

গাইবান্ধা জেলা প্রতিনিধি।।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম পরাণ গ্রামে হাবিজার বাহিনীর বেদম মারপিটে ৪জন গুরুতর আহত হয়েছে।
উপজেলার শান্তিরাম ইউনিয়নের পশ্চিম পরাণ গ্রামের মৃত খোদাই বকসের ছেলে শাহজামাল মিয়ার সাথে একই গ্রামের মৃত করিম বকসের ছেলে ভূমি দস্যু হাবিজার বাহিনীর দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায় বুধবার সকালে শাহজামালের দখলে থাকা জমিতে হাবিজার তার বাহিনীকে নিয়ে জোর করে ধান লাগায়। বিষয়টি শাহজামাল বৃহস্পতিবার সকালে থানা পুলিশকে জানান। ওইদিন বিকেলে পরিকল্পিত ভাবে হাবিজার বাহিনী শাহজামালের অন্য দাগের ১২ বিঘা জমিতে ধান লাগাতে যায়। এসময় শাহজামাল তার এক ছেলে ও দুইজন ছোট ভাইকে নিয়ে বাধা দিতে গেলে হাবিজার বাহিনী লাঠি ও দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে শাহজামালসহ তার লোকজন সবাই গুরুতর আহত হয়। মারামারির চেচামেচি শুনে এলাকাবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাৎক্ষণিকভাবে সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে। তন্মধ্যে শাহজামালের ছোট মেঝো ভাই শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে হাবিজার বাহিনীরও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেশী নুরুন্নবী মিয়া বলেন, হাবিজার দেওয়ানী কথায় কথায় তার লোকজন নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা জমি পাওয়ার নাম করে শাহজামাল ও তার লোকজনকে মারধর করে আসছে। উল্লেখ্য-গত বছরও একই সময় হাবিজার বাহিনী শাহজামালের ছোট ভাই আতিয়ার রহমানকে মেরে গুরুতর আহত করে পঙ্গু করে দেয়। উভয় পক্ষের মধ্যে থানা ও কোর্টে কমপক্ষে ২ ডজন মামলা রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওলানা ছামিউল ইসলাম জানান, বিষয়টি সমাধানের জন্য আমি প্রাণ-পণ চেষ্টা করেছি। কিন্তু তাদের সদিচ্ছার অভাবে সমাধান করতে পারিনি।
এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এব্যাপারে ওসি আব্দুল্লাহেল জামান বলেন, মামলা হলে ব্যবস্থা নেয়া হবে।