চেয়ারম্যান পদপ্রার্থী তিনিও পরিচয় দেন সাংবাদিক
- আপডেট টাইম : ০৮:১৩:৪৫ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৩ আগস্ট ২০২১
- / ৩০১ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি।।
রংপুর জেলার মিঠিপুকুর থানার ১২ নং মিঠিপুকুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সিনিয়াটেক্স শিল্প কারখানার পরিচালক রবিউল ইসলাম বেলাল।তিনি একটি ব্যানারে বেশ কিছু পরিচয় তুলে ধরেছেন।তার মধ্যে উল্লেখযোগ্য পরিচয় হলো বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের ঢাকা জেলার সিনিয়র সহ সভাপতি , মুলত তিনি কোন মিডিয়ায় কাজ করেন,কোন কোন নিউজগুলো সম্প্রচার করেন,এ পর্যন্ত কতটা নিউজ করেছেন,নাকি সাংবাদিক পরিচয়ে নিজের ব্যবসাটাকে দাম্ভিকতার সাথে পরিচালনা করছেন,মুলত সাংবাদিক পেশাটাকে পুজি করে বিভিন্ন পন্থা অবলম্বন করছেন সমাজের কিছু সার্থনেস্বী মানুষ।রবিউল ইসলাম বেলাল রংপুরের ছেলে তিনি আশুলিয়া থানার পলাশ বাড়ি সংলগ্ন হাবিব ক্লিনিকের পার্শে সিনিয়াটেক্স নামক গার্মেন্টস ফ্যাক্টরীর ব্যবস্থাপনা পরিচালক।তার আদৌ কোনো মিডিয়াতে নিউজ আছে কিনা এমন তথ্য পাওয়া যায়নি, মূলত সাংবাদিক সংগঠন গুলো সাংবাদিকদের দিয়ে সাজাতে গনমাধ্যমকর্মীদের দাবী,মহান পেশাটাকে কুলশিত করছেন অনেক সংগঠনের নেতা ও রাক্ষসী সম্পাদকেরা।আসুন আমরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি,প্রকৃত সাংবাদিক সংগঠনগুলোর দায়িত্ব পরিচয় প্রকৃত সাংবাদিকের দিই,নিজের সার্থ চরিতার্থ করার জন্য মহান পেশাটা ব্যাবহার না করি।
বিস্তারিত সময়ের কন্ঠ পত্রিকায় চোখ রাখুন