ট্রাকের নীচ থেকে বাইক চালকের মরদেহ উদ্ধার
- আপডেট টাইম : ০৭:০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
- / ৩০৫ ৫০০০.০ বার পাঠক
চাঁদপুর রিপোর্টার॥
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে ট্রাক-মটর বাইক মুখোমুখি হয়ে বাইক নিয়ে চালক আটকে যায় ট্রাকের চাকায় । এমন অবস্থায় ৫ মাইল সামনে মহামায়া গিয়ে বাইক চালক নাসির উদ্দিন (৫০) উদ্ধার হলেন মৃত। এর আগেই দ্রুত গতির টাকের নীচ থেকে ছিটকে যায় মটর বাইকটি।
বৃহস্পতিবার (২৯ জুলাই) ভোরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের আশিকাটি ইউনিয়নের চাঁনখারপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মটর বাইক চালক নাসিরের বাড়ী ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া গ্রামে। তিনি কুমিল্লায় শাসনগাছা এলাকায় থাকতেন। ঘাতক ট্রাক চালক মোস্তফা কামাল ডাবুলর বাড়ী যশোর জেলায়।
মহামায়া বাজারের ব্যবসায়ীরা জানান, মটর বাইক চালক চাঁদপুরের দিকে যাওয়া অবস্থায় চানখারপুল এলাকার নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হাজীগঞ্জমুখী যশোর ট ১১-৪৩৮০ ট্রাকটির ভিতরে বাইকসহ নাসির ডুকে পড়ে। এ সময় ট্রাকের নীচে দিয়ে বাইকটি বেড়িয়ে গেলেও ট্রাকের নীচের কোন একস্থানে আটকে যান বাইক চালক নাসির উদ্দিন। ওই অবস্থায় ট্রাক চালক ট্রাকটি না থামিয়ে হাজীগঞ্জের দিকে ট্রাকটি চালিয়ে আসতে থাকেন। পথিমধ্যে মিয়ার বাজারের বেশ কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা চালক ট্রাকের নিচে কাউকে আটকে থাকতে দেখে তাদের পরিচিত মহামায়া বাজারের কয়েকজন সিএনজি চালিত অটোরিকশা চালককে ফোন করে বিষয়ে জানান। এর পরেই মহামায়া বাজারে থাকা লোকজন জড়ো হয়ে ট্রাকটিকে আটকিয়ে ট্রাকের নীচ থেকে আটকে থাকা লোকটিকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণ লোকটি মৃত্যুবরণ করেন। এ সময় স্থানীয়রা ট্রাক চালককে আটকে রেখে পুলিশকে খবর দেয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আ. রশিদ বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বাইক চালকের মরদেহ উদ্ধার করেছেন। ট্রাক চালককে আটক করা হয়েছে। বাবুরহাট পুলিশ লাইনস্ এ ট্রাকটি জব্দ রয়েছে।