পাহাড় ধসে একই পরিবারের ৫জন নিহত
- আপডেট টাইম : ০৭:২০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১
- / ২৭৯ ৫০০০.০ বার পাঠক
কক্সবাজার প্রতিনিধি।।
টেকনাফের হ্নীলা পানখালি ভিলেজার পাড়ায় পাহাড় ধসে একই পরিবারের ৫জন নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত রাত ২টায় এ ঘটনা ঘটে।
নিহতারা হচ্ছ-আব্দু শুক্কুর (১৮), জোবায়ের (১৬), আব্দুল লতিফ (১৪), কহিনুর আকতার (১৩) ও জাহেনুর বেগম(১১)।
জানা যায়, টেকনাফ সহ জেলার বিভিন্ন অঞ্চলে ৩দিন যাবত টানা অতি-বৃষ্টিতে পাহাড়ে বসবাসরত ঘড়বাড়ি ঝুর্কিপুর্ণ হয়ে ওঠে। উপজেলার বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি। চিংড়িঘেরসহ বেড়ি বাঁধ ভেঙ্গে গেছে। হ্নীলা পানখালিতে পাহাড় ধসের ঘটনায় নিহত কৃষক ছৈয়দ আলমের পরিবারের ৮জন সদস্য বাড়িতে ঘুমায়। পরবর্তীতে রাত গভীর হলে ভারী বৃষ্টির কারণে পাহাড় ভেঙে তার বাড়ি উপর ধসে পড়লে কোন রকমে ৩জন বের হতে পারলেও ৫ সদস্য মাটির নিচে ছাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা দীর্ঘ চেষ্টার পর মাটি খুঁড়ে বাকি ৫জন সদস্যদের উদ্ধার করে। তবে কাউকে জীবিত পাওয়া যায়নি। পানখালিতে উক্ত পাহাড় ধসের ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান টেকনাফ উপজেলার নিবার্হী অফিসার মো: পারভেজ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মো: এরফানুল হক চৌধুরী, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীসহ এলাকার ব্যক্তিবর্গ।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হ্নীলা পানখালিতে পাহাড় ধসে নিহতের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। আমরা উক্ত পাহাড় ধসের ঘটনার সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যায়। টানা অতিবৃষ্টির কারণে পাহাড়ে ধসের ঘটনা হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পাহাড়ে বসবাসরত পরিবার গুলোকে আমরা নিরাপদস্থানে যাবার জন্য মাইকিং করে প্রচার চালিয়ে যাচ্ছি। বহু পরিবারকে নিরাপদস্থানে নেয়া হয়েছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।