কঠোর লকডাউনের আজ তৃতীয় দিনে চলাচল বেড়েছে ব্যক্তিগত গাড়ির
- আপডেট টাইম : ০৭:১৫:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ২৭৩ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টার।।
কঠোর লকডাউনের তৃতীয় দিন আজ। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টায় নতুন করে আরোপিত হয়েছে এই কঠোর বিধিনিষেধ। আজ রবিবার রাজধানী ঢাকায় সড়কে জরুরি প্রয়োজনে অনুমোদিত যানবাহন চলাচল করছে, চলাচল বেড়েছে ব্যক্তিগত গাড়ির, ইঞ্জিনচালিত কোন গণপরিবহন চোখে পড়েনি। তবে রাস্তায় যথেষ্ট পরিমাণ রিকশার চলাচল করছে । তবে পায়ে হেঁটে সড়কে হাটতে দেখা গেছে অনেককেই। চেকপোস্টগুলোতে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে।
বিধিনিষেধ চলাকালে জনগণকে সতর্ক থাকা, মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মানার নির্দেশ দেওয়া হয়। বিধিনিষেধ কার্যকর করতে পুলিশের পাশাপাশি র্যা ব, বিজিবি, সেনাবাহিনী ও আনসার সদস্যরা মাঠে তৎপর রয়েছেন।
গত ১৩ জুলাই বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। ওই আদেশে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়েছিল ঈদের কারণে। ২৩ জুলাই সকাল ৬টা থেকে নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল ওই ঘোষণায়।
কঠোর বিধিনিষেধের প্রথম দিন গত শুক্রবারে (২৩ জুলাই) ঢাকায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে ৪০৩ জন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, লকডাউন অমান্য করে অহেতুক ঘোরাফেরা করায় তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে ২০৩ জনকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা করা হয়েছে।
কঠোর লকডাউনের দ্বিতীয় দিন গতকাল শনিবার (২৪ জুলাই) অযথা ঘরের বাইরে বের হওয়ায় ঢাকায় ৩৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন ভ্রাম্যমাণ আদালত ১৩৭ জনকে মোট ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করেছেন। ট্রাফিক বিভাগ ৪৪১টি যানকে মোট ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।