ঈদের শেষ দিনে সকল পেশার মানুষকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন হান্নান ভূঁইয়া
- আপডেট টাইম : ১১:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১
- / ২৫৭ ৫০০০.০ বার পাঠক
মোঃ শহিদুল ইসলাম ( শহিদ)
বিভাগীয় ব্যুরো প্রধানঃ
শেষ দিনে ও পবিত্র ঈদ উল- আযহা উপলক্ষে চট্টগ্রাম সহ সকল হিতাকাঙ্খী- ও সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী দেশ- বিদেশে অবস্থানরত সকলকে ঈদ উল- আযহার শুভেচ্ছা জানিয়েছেন, ইপিজেড থান আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হান্নান ভূঁইয়া,
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে এবারের ঈদ উল- আযহা অনুষ্ঠিত হয়েছে । করোনায় লকডাউন শিথিল করা হলেও আবার পুনরায় ১৪ দিনের কঠোর লকডাউনের শুরুতে সবাইকে নিজ- নিজ স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরে বাহিরে বের হওয়ার অনুরোধ জানান। এবং সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলা / কাজ ব্যতীত বাহিরের ঘোরাফেরা না করার অনুরোধ করেন।
পবিত্র ঈদ উল- আযহা ইসলামের ইতিহাসে ত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছে, সেই ত্যাগ সকলের হৃদয়ে ধারন করে সমস্ত লোভ- লালসা থেকে নিজেদের মুক্ত করে আমাদের জীবন যাপন করতে হবে। তাহলেই ঈদ উল- আযহার মূল লক্ষ অর্জিত হবে বলে আমি আশা করি। আমাদের দেশের অবস্থা এমন থেকে গেলে , আমার মনে হয় আগামীতে আরো কঠিন পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে আমাদের ঈদ উল- আযহা উদ্বযাপন করতে হতে পারে।
তিনি শুভেচ্ছা বার্তায় দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। এবং পবিত্র ঈদ উল- আযহার শিক্ষাকে হৃদয়ে ধারণ করে, সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
দেশ ও জাতির সুখ- শান্তি, সমৃদ্ধি ও করোনা মুক্তির জন্য মহান আল্লাহ তা’ আলার রহমত কামনা করেন।
সকল ভাই বন্ধু দেশবাসীকে আবারো স্মরণ করিয়ে দেন এই কঠিন পরিস্থিতিতে সকলে সতর্ক থাকুন এবং ঘরে থাকুন মাক্স পরিধান করুন সরকারি নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলুন।
শুভেচ্ছান্তেঃ-
মোঃ হান্নান ভূঁইয়া
সাধারণ সম্পাদক
ইপিজেড থানা আওয়ামী মৎস্যজীবীলীগ