কুড়িগ্রামে কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
- আপডেট টাইম : ০৪:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ২১৪ ৫০০০.০ বার পাঠক
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।।
কুড়িগ্রামে জেলা আওয়ামীলীগের উদ্যোগে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় শাপলা চত্ত¡র এলাকায় দলীয় কার্যালয়ের সামনে ৬ শতাধিক মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি চাষী এম এ করিম, সাংগাঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান সাজু, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক রুহুল আমিন দুলালসহ অন্যান্য নেতাকর্মীরা।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ১ কেজি ডাল, কেজি আলু, ১টি সাবান ও ১ মাস্ক।
খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মন্জু বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী করোনাকালে কর্মহীন মানুষের জন্য দলের পক্ষ থেকে ব্যক্তি উদ্যোগে এ খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত থাকবে।