কক্সবাজার টেকনাফে গাজীপুরের যুগান্তরের প্রতিনিধি আবুল কাশেমকে একটি প্রাইভেট কারসহ আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (২-বিজিবি)।
গত শনিবার (১৮ জুলাই) বিকেলের দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিজিবি চেক পোস্টে তাকে আটক করা হয়। এসময় গাড়ীটির আগে পিছে যুগান্তর পত্রিকার লোগো ছিলো।
জানা গেছে, আবুল কাসেমের বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন ঝিমংখালি গ্রামে । তিনি আবু সামার পুত্র। প্রায় সময় ঢাকা থেকে যুগান্তরের লোগো সম্বলিত গাড়িতে টেকনাফ আসা যাওয়া করে।
টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খাঁন জানান,টেকনাফ মহাসড়কে হোয়াইক্যং সড়ক তল্লাশী চৌকিতে একটি প্রাইভেট কার তল্লাশী করতে চাইলে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিজিবি সদস্যদের বাঁধা দেয়। এসময় তার আচরণ সন্দেহজনক হলে তাকে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়। পরে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, তার বিরুদ্ধে গাজীপুর জয়দেবপুর থানায় একটি নারী নির্যাতন মামলা রয়েছে। যার মামলা নং (১৮/২১)। আইনী প্রক্রিয়া মতে তাকে আদালতে প্রেরণ করা হবে।