ঈদ উল আযহার উপলক্ষে বিরামপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রবীন নেতাকর্মীদের মাঝে নগদ টাকা প্রদান
- আপডেট টাইম : ০১:৩৮:৫৯ অপরাহ্ণ, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ২৩৫ ৫০০০.০ বার পাঠক
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ আওয়ামীলীগ বিরামপুর উপজেলা শাখার উদ্দ্যোগে ঐচ্ছিক ফাউন্ডেশনের আওতায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের প্রবীন নেতাকর্মীদের মাঝে নগদ টাকা প্রদান করা হয়েছে।
(১৭জুলাই) শনিবার সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বিরামপুর উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের
প্রবীন নেতাকর্মীদের মাঝে নগদ টাকা তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি) এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক মাষ্টার ও মোশফিকুর রহমান,দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন,তদন্ত (ওসি) মতিয়ার রহমান,উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের প্রবীন নেতাকর্মীদের মাঝে ৫ হাজার করে ২২ জনকে মোট ১ লক্ষ ১০ হাজার নগদ টাকা প্রদান করা হয়।