ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
সংবাদ শিরোনাম ::
গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক ইবিতে ভর্তি পরীক্ষার্থীদের জন্য থাকছে না কোন পরিবহন সেবা নবাবগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকের সঙ্গে ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পাকুন্দিয়া উপজেলায় ৪ মামলার পরোয়ানাভূক্ত পলাতক আসামী গ্রেফতার রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ পাওয়ার সাবস্টেশনে আগুন তামাক হচ্ছে মাদকের মূল লক্ষ্য -ডাঃ মোঃ নজরুল ইসলাম কিরাটন ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম আমাদের মাঝে আর নেই শিবগঞ্জে সানামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু গাজীপুরবাসীর জন্য চরম “সৌভাগ্য’ বর্তমান ডিসি এডিসি রেভিনিউ চৌকস ও মেধাবী দুই কর্মকর্তার চিন্তা,চেতনায় কর্মে, সর্বোপরিভাবে সততাকে প্রাধাণ্য দিয়েই দায়িত্ব পালন করছেন

পবিত্র ঈদ- উল আয্হার  প্রাণঢালা,শুভেচ্ছা   জানিয়েছেন ।আলমগীর হোসেন খাঁন ।

মোঃ নজরুল ইসলাম।।

পবিত্র ঈদ-উল আয্হা উপলক্ষে, আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন উত্তর গাজিরচট  বুড়ির বাজারের ,সমাজ সেবক ও বাশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন খাঁন,প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ,

ঈদ মোবারক,

জানিয়েছেন । তিনি

বলেন ,ঈদ মানে-হাসি খুশি, ঈদ মানে আনন্দ, ,ঈদ আনন্দে ভরে উঠুক সকল শ্রেণী পেশার মানুষের জীবন, ঈদ হোক সকল মানুষের, শাস্তি ও সমৃদ্ধির সেতুবন্ধন।  বাংলাদেশ আওয়ামী লীগের ,সকল, সিনিয়ার নেতা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন । তিনি আরো বলেন, বর্তমানে দেশে করোনার প্রাদুর্ভাবে মহামারী পরিস্থিতিতে সচেতনতা অবলম্বন করি ঈদ -উল আযহা  উপভোগ করি ,ও সরকারের সর্বপ্রকার নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলি মাস্ক ব্যবহার করি সামাজিক দূরত্ব বজায় রাখি নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ রাখি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একে অপরকে সহযোগিতা করি ঈদ উপভোগ করেন মন থেকে সকল হিংসা বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি সুখী সুন্দর জীবন গড়ি একে অপরের সহযোগিতা করি ।তিনি বলেন ,পবিত্র, ঈদ-উল আযহা,

মুসলমানদের দ্বিতীয় প্রধানতম ধর্মীয় উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ইসলামের আদি পিতা হযরত ইব্রাহিম (আঃ) প্রদর্শিত কোরবানির দীক্ষায় দিক্ষিত হয়ে পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি পালন করবে ধর্মপ্রাণ মুসলমানরা।

কোরবানির ঈদ মুসলিম সমাজের ত্যাগের উৎসব। ভোগে নয়, ত্যাগেই শান্তি এমনই শিক্ষা পাওয়া যায় এই ঈদ থেকে। কোরবানি শব্দটি আরবি কোরবানুন অথবা কেরবানুন শব্দ থেকে আগত, যার মানে নৈকট্য বা সান্নিধ্য লাভ করা।

প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় হযরত ইব্রাহিম (আ.) তার ছেলে ইসমাইল(আ.)কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার মহিমায় ইসমাইলের (আ.) পরিবর্তে একটি ভেড়া বা দুম্বা কোরবানি হয়ে যায়। সেই ত্যাগের মহিমায় মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির আশায় পশু কোরবানি করে থাকে। তবে ঈদের পর ও ৩ দিন অর্থাৎ ১১ ও ১২ জিলহজ্ব পশু কোরবানি করার ধর্মীয় বিধান রয়েছে। কোরবানি পশু বর্জ্য নিষ্কাশনে আমাদের সকলের যা কর্তব্য মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ,পবিত্র, ঈদ-উল-আযহার ,পরিবেশের জন্য মারাত্মক হুমকি বয়ে আনতে পারে। রোগ হয় জীবাণু ছড়িয়ে ম্লান করে দিতে পারে ঈদের আনন্দ। একটু সচেতনতাই পারে অস্বাস্থ্যকর পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব থেকে আমাদের রক্ষা অপরের ওপর নির্ভরশীল না হয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করা উচিত। যে পশুর হাড়সহ শক্ত বর্জ্যগুলো ও পলিথিনের মধ্যে  নেয়া ভালো। পশুর রক্ত পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা ভালো ।নাড়ি-ভুঁড়ি বা এ জাতীয় কোনো ভাবেই পয়ঃনিষ্কাশন নালায় ফেলা যাবে না। মানুষের সচেতনতার পাশাপাশি সকলের উদ্যোগ নিলে রোগজীবাণু, দুর্গন্ধ বাতাসে ছড়াতে পারবে না।

পবিত্র ,ঈদ-উল-আযহা প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন মোঃ আলমগীর হোসেন খান।

জানিয়েছেন ।  ঈদ, মোবারক, ঈদ, মোবারক, ঈদ, মোবারক।

আরো খবর.......

জনপ্রিয় সংবাদ

গরু বহনকারী ভটভটির ধাক্কায় প্রাণ হারালো  দুই যুবক

পবিত্র ঈদ- উল আয্হার  প্রাণঢালা,শুভেচ্ছা   জানিয়েছেন ।আলমগীর হোসেন খাঁন ।

আপডেট টাইম : ১০:০৯:৫১ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ জুলাই ২০২১

মোঃ নজরুল ইসলাম।।

পবিত্র ঈদ-উল আয্হা উপলক্ষে, আশুলিয়া থানার স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন উত্তর গাজিরচট  বুড়ির বাজারের ,সমাজ সেবক ও বাশিষ্ট ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন খাঁন,প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ,

ঈদ মোবারক,

জানিয়েছেন । তিনি

বলেন ,ঈদ মানে-হাসি খুশি, ঈদ মানে আনন্দ, ,ঈদ আনন্দে ভরে উঠুক সকল শ্রেণী পেশার মানুষের জীবন, ঈদ হোক সকল মানুষের, শাস্তি ও সমৃদ্ধির সেতুবন্ধন।  বাংলাদেশ আওয়ামী লীগের ,সকল, সিনিয়ার নেতা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ দেশবাসীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন । তিনি আরো বলেন, বর্তমানে দেশে করোনার প্রাদুর্ভাবে মহামারী পরিস্থিতিতে সচেতনতা অবলম্বন করি ঈদ -উল আযহা  উপভোগ করি ,ও সরকারের সর্বপ্রকার নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলি মাস্ক ব্যবহার করি সামাজিক দূরত্ব বজায় রাখি নিজে সুস্থ থাকি অপরকে সুস্থ রাখি দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একে অপরকে সহযোগিতা করি ঈদ উপভোগ করেন মন থেকে সকল হিংসা বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি সুখী সুন্দর জীবন গড়ি একে অপরের সহযোগিতা করি ।তিনি বলেন ,পবিত্র, ঈদ-উল আযহা,

মুসলমানদের দ্বিতীয় প্রধানতম ধর্মীয় উৎসব। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে ইসলামের আদি পিতা হযরত ইব্রাহিম (আঃ) প্রদর্শিত কোরবানির দীক্ষায় দিক্ষিত হয়ে পশু কোরবানির মধ্য দিয়ে দিনটি পালন করবে ধর্মপ্রাণ মুসলমানরা।

কোরবানির ঈদ মুসলিম সমাজের ত্যাগের উৎসব। ভোগে নয়, ত্যাগেই শান্তি এমনই শিক্ষা পাওয়া যায় এই ঈদ থেকে। কোরবানি শব্দটি আরবি কোরবানুন অথবা কেরবানুন শব্দ থেকে আগত, যার মানে নৈকট্য বা সান্নিধ্য লাভ করা।

প্রায় চার হাজার বছর আগে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় হযরত ইব্রাহিম (আ.) তার ছেলে ইসমাইল(আ.)কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার মহিমায় ইসমাইলের (আ.) পরিবর্তে একটি ভেড়া বা দুম্বা কোরবানি হয়ে যায়। সেই ত্যাগের মহিমায় মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির আশায় পশু কোরবানি করে থাকে। তবে ঈদের পর ও ৩ দিন অর্থাৎ ১১ ও ১২ জিলহজ্ব পশু কোরবানি করার ধর্মীয় বিধান রয়েছে। কোরবানি পশু বর্জ্য নিষ্কাশনে আমাদের সকলের যা কর্তব্য মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ,পবিত্র, ঈদ-উল-আযহার ,পরিবেশের জন্য মারাত্মক হুমকি বয়ে আনতে পারে। রোগ হয় জীবাণু ছড়িয়ে ম্লান করে দিতে পারে ঈদের আনন্দ। একটু সচেতনতাই পারে অস্বাস্থ্যকর পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রভাব থেকে আমাদের রক্ষা অপরের ওপর নির্ভরশীল না হয়ে স্বনির্ভর হওয়ার চেষ্টা করা উচিত। যে পশুর হাড়সহ শক্ত বর্জ্যগুলো ও পলিথিনের মধ্যে  নেয়া ভালো। পশুর রক্ত পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা ভালো ।নাড়ি-ভুঁড়ি বা এ জাতীয় কোনো ভাবেই পয়ঃনিষ্কাশন নালায় ফেলা যাবে না। মানুষের সচেতনতার পাশাপাশি সকলের উদ্যোগ নিলে রোগজীবাণু, দুর্গন্ধ বাতাসে ছড়াতে পারবে না।

পবিত্র ,ঈদ-উল-আযহা প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন মোঃ আলমগীর হোসেন খান।

জানিয়েছেন ।  ঈদ, মোবারক, ঈদ, মোবারক, ঈদ, মোবারক।