কালীগঞ্জে নৌকার কর্মী নিহত।
- আপডেট টাইম : ১০:০৫:৫৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ৩২৬ ৫০০০.০ বার পাঠক
নূরমোহাম্মদ কাজল শেখ রিপোর্টার।।
গাজীপুরের কালীগঞ্জে এক নৌকার কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে, ঘটনাটি ঘটেছে জামালপুর ইউনিয়নের নারগানা গ্রামে মোঃবাতেন এর ছেলে এনামুল শেখ ( ২২) । নিহতের মা ও বাবা বলেন গত মঙ্গলবার রাএ ৭টার দিকে প্রতি বেশী সাইফুলের ছেলে রিফাত এনামুল কে গেমস খেলার কথা বলে বাড়ি থেকে ডেকে নারগানা আওয়ালের দোকানের পিছনে নয়ে যায়।তার কিছু ক্ষন পর রিফাতের মামা মাসুদ ও তার সহযোগী বাসির,সাগর, সাইফুল, মোকতার,শাকিব, দুলাল, রফিকুল, তাহের সহ অজ্ঞাত১৫/১৬জন চাপাতি, রাম দা, লোহার, রড, দিয়ে অতর্কিত ভাবে এনামুলের উপর ঝাপিয়ে পরে দুই হাত ও দুই পা ভেঙ্গে ফেলে ও শরীরের বিভিন্ন স্হানে কুপিয়ে জখম করে। পরে এলাকা বাসি তাকে উদ্ধার করে, উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পথিমধ্যে অবস্থার অবনতি হলে,ঢাকা ধানমন্ডি একটি হাসপাতালে ভর্তি করাহয় এবংগত বুধবার রাএ ৮.৪৫ মিঃ মারা যায়। খবর শুনে বৃহস্পতিবার নিহত এনামুলের বাড়িতে সমবেদনা জানাতে যান সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এম পি। নিহতের শোকসন্তপ্ত পরিবারের সাথে একান্ত সাক্ষাতের পর তিনি বলেন আমি সবাইকে হুশিয়ারী দিয়ে বলতে চাই, সন্ত্রাসী যত বড় শক্তি শালী হউক না তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান খান ফারুক মাস্টার বলেন, সে নৌকার কর্মী ছিল, সে আমার নৌকার এজেন্ট থাকার কথাছিল, । সতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ছিল। তাকে সতন্ত্র প্রার্থীর লোকেরা পরি কল্পিত ভাবে হত্যা করছে। তবে জামালপুর ইউনিয়ন পরিষদের নবনির্মিত চেয়ারম্যান খাইরুলআলম বলেন এনামুলের উপর হামলা কারিরা কেউ আমার লোক বা কর্মী না, তারা সকলেই দূস্কৃতি কারী তাদের সবাই কে গ্রেফতারের দাবি জানাই।নিহত এনামুলের চাচা আলম মিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক তিনি বলেন
আমার ভাতিজা আওয়ামীলীগের সক্রিয় কর্মী ছিল।তাকে পরিকল্পিত ভাবে হত্য করা হয়েছে আমি এ হত্যা র বিচার চাই।