চুয়াডাঙ্গায় করোনায় ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৩১
- আপডেট টাইম : ০৭:১৮:২৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ২৩৫ ৫০০০.০ বার পাঠক
সময়ের কন্ঠ রিপোর্টে।।
চুয়াডাঙ্গায় নতুন করে ৪৯৬ জনের নমুনা পরীক্ষায় ১৩১জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তে ৪ জন ও উপসর্গে ২ জনের মৃত্যু হয়েছে।
করোনা আক্রান্তে মারা গেছেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ইবাদত আলীর ছেলে বিশারত আলী (২৯), চুয়াডাঙ্গা পৌর এলাকার কেদারগঞ্জ পাড়ার বিশু সেখের স্ত্রী সুন্দরী খাতুন (৪৯) ও দামুড়হুদা উপজেলার লক্ষীপুর গ্রামের আবুল কালামের মেয়ে কাকলী খাতুন (১২)। সিভিল সার্জন কার্যালয় থেকে ৪ জনের করোনায় মৃত্যু নিশ্চিত করলেও ১ জনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার কলোনীপাড়ার রমজান আলীর ছেলে বাবুল ও একই এলাকার সাহেবের স্ত্রী সাহেরা খাতুন।
ডা. এ.এস.এম. ফাতেহ্ আকরাম করোনা আক্রান্তে ও উপসর্গে মৃত্যুর বিষয় নিশ্চিত করে আরো জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬৪ জন, আলমডাঙ্গা উপজেলায় ২৫ জন, দামুড়হুদা উপজেলায় ১৭ জন ও জীবননগর উপজেলায় ২৫ জন। আক্রান্তের হার ২৬ দশমিক ৪১ শতাংশ। মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৫ হাজার ৫৫ জন। এদিন ৮৭জন সুস্থসহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২ হাজার ৮৭৫ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন সরকারী ১৪৭ জন ও বেসরকারী হিসাবে আরও বেশী।
চুয়াডাঙ্গায় বর্তমানে আক্রান্ত রোগী রয়েছেন ২ হাজার ৩৩ জন। তার মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৯১৫ জন ও হাসপাতালে আছে ১১৮ জন। এদিন আরো ৪৭৮ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।