বীরগঞ্জে বর যাত্রী যাওয়ার পথে পিকআপের চাপায় স্বামী-স্ত্রী নিহত
- আপডেট টাইম : ০৭:১৫:২৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ২৫৫ ৫০০০.০ বার পাঠক
স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পল্লীতে পিক-আপের চাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১১টায় উপজেলার সাতোর ইউনিয়নের বটতলীবাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সালাম উদ্দীন (৩৪) ও তার স্ত্রী বেবি আক্তার (৩০)।
পারিবারিক সূত্রে জানা যায়, হাবলুহাট থেকে মোটরসাইকেল চালিয়ে বন্ধুর ছোট ভাইয়ের বিয়েতে বরযাত্রী যাচ্ছিলেন সালাম উদ্দীন। পথে ২৮ মাইল বটতলীবাজার এলাকায় পৌঁছালে, ঠাকুরগাঁও থেকে আসা দ্রুতগামী একটি পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিক-আপের চাপায় ঘটনাস্থলেই সালাম উদ্দীন মারা যান। এবং স্ত্রী বেবি আক্তারকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বীরগঞ্জ থানার (ওসি) আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সালাম ও হাসপাতাল থেকে তার স্ত্রীর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।