ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি ও সম্পাদকের হস্তক্ষেপে মামলা প্রত্যাহার হওয়া টাঙ্গাইলবাসী খুশি! সভাপতি/সম্পাদকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিইসির পুলিশ, র‌্যাব, আনসারের নতুন পোশাক চুড়ান্ত নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত অন্তত ৮৬ অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের যুবদল নেতাকে পিটিয়ে আহত করেছে স্বেচ্ছাসেবকদলের নেতা বরগুনার, পাথরঘাটায় সাবেক ইউপি সদস্যকে হুমকি ও মারধর চার প্রদেশে দেশ ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন যুদ্ধবিরতি এখনই কার্যকর হচ্ছে না, জানালেন নেতানিয়াহু সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সাবিনার হাফ সেঞ্চুরি, শিরোপার দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১
  • / ৩০৩ ৫০০০.০ বার পাঠক

সময়ের কন্ঠ রিপোর্টার।।

লকডাউনের মধ্যেই কোন জানান না দিয়েই অনেকটা চুপিসারেই বিশেষ ব্যবস্থায় মঙ্গলবার থেকে আবারও মহিলা ফুটবল লীগের শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মিডিয়াকে আগে ভাগে জানায়নি তারা। ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরা খেলোয়াড় তালিকাও পাননি। ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় এফসি ব্রাহ্মণবাড়িয়া ১-০ গোলে কুমিল্লা ইউনাইটেডকে হারায়। বিজয়ী দলের শিপ্রা রানী ৪৫ মিনিটে জয়সূচক গোলটি করেন।

নিজের একাদশ ম্যাচে এটি ব্রাহ্মণবাড়িয়ার পঞ্চম জয়। ১৮ পয়েন্ট তাদের। লীগে ইতোমধ্যেই তৃতীয় স্থান নিশ্চিত করে ফেলেছে তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা কুমিল্লার চতুর্থ হার। ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের পাঁচে।

দিনের অপর ম্যাচে সহজ জয় কুড়িয়ে নিয়েছে বসুন্ধরা কিংস। তারা ৩-০ গোলে হারায় এআরবিসি ( আতাউর রাহমান ভূঁইয়া কলেজ) এসসিকে। বিজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেন (২২ ও ৩০ মিনিটে)। অপর গোলটি তহুরা খাতুনের (৯০ মিনিটে)।

এই জয়ে ১১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল কিংস। অন্যদিকে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়েই আছে এআরবিসি। ১৫ জুলাই কুমিল্লা ইউনাইটেডের বিরুদ্ধে জিতলেই শিরোপা নিশ্চিত হবে কিংসের।

আরেকটি মাইলফলক অতিক্রম করলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ও বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন। মঙ্গলবার জোড়া গোল করে বসুন্ধরা কিংসের জার্সিতে অতিক্রম করলেন অর্ধশত গোলের মাইলফলক। কিংসের জার্সিতে এখন সাবিনার গোল ৫১টি।

গত মৌসুমে ৩৫ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন সাবিনা। এই লীগে এখন পর্যন্ত তার গোল ১৮টি। গত মাসে তিনি লীগে শততম গোলের মাইলফলক অতিক্রম করেছিলেন। তারও আগে ঘরোয়া ফুটবলে ২৫০ গোলের মাইলফলকও অতিক্রম করেছিলেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

সাবিনার হাফ সেঞ্চুরি, শিরোপার দ্বারপ্রান্তে বসুন্ধরা কিংস

আপডেট টাইম : ০২:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

সময়ের কন্ঠ রিপোর্টার।।

লকডাউনের মধ্যেই কোন জানান না দিয়েই অনেকটা চুপিসারেই বিশেষ ব্যবস্থায় মঙ্গলবার থেকে আবারও মহিলা ফুটবল লীগের শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মিডিয়াকে আগে ভাগে জানায়নি তারা। ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরা খেলোয়াড় তালিকাও পাননি। ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় এফসি ব্রাহ্মণবাড়িয়া ১-০ গোলে কুমিল্লা ইউনাইটেডকে হারায়। বিজয়ী দলের শিপ্রা রানী ৪৫ মিনিটে জয়সূচক গোলটি করেন।

নিজের একাদশ ম্যাচে এটি ব্রাহ্মণবাড়িয়ার পঞ্চম জয়। ১৮ পয়েন্ট তাদের। লীগে ইতোমধ্যেই তৃতীয় স্থান নিশ্চিত করে ফেলেছে তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা কুমিল্লার চতুর্থ হার। ১৫ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের পাঁচে।

দিনের অপর ম্যাচে সহজ জয় কুড়িয়ে নিয়েছে বসুন্ধরা কিংস। তারা ৩-০ গোলে হারায় এআরবিসি ( আতাউর রাহমান ভূঁইয়া কলেজ) এসসিকে। বিজয়ী দলের অধিনায়ক সাবিনা খাতুন জোড়া গোল করেন (২২ ও ৩০ মিনিটে)। অপর গোলটি তহুরা খাতুনের (৯০ মিনিটে)।

এই জয়ে ১১ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল কিংস। অন্যদিকে ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে দুইয়েই আছে এআরবিসি। ১৫ জুলাই কুমিল্লা ইউনাইটেডের বিরুদ্ধে জিতলেই শিরোপা নিশ্চিত হবে কিংসের।

আরেকটি মাইলফলক অতিক্রম করলেন বাংলাদেশ নারী ফুটবল দলের ও বসুন্ধরা কিংসের অধিনায়ক সাবিনা খাতুন। মঙ্গলবার জোড়া গোল করে বসুন্ধরা কিংসের জার্সিতে অতিক্রম করলেন অর্ধশত গোলের মাইলফলক। কিংসের জার্সিতে এখন সাবিনার গোল ৫১টি।

গত মৌসুমে ৩৫ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন সাবিনা। এই লীগে এখন পর্যন্ত তার গোল ১৮টি। গত মাসে তিনি লীগে শততম গোলের মাইলফলক অতিক্রম করেছিলেন। তারও আগে ঘরোয়া ফুটবলে ২৫০ গোলের মাইলফলকও অতিক্রম করেছিলেন।