ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ শিরোনাম ::
ভৈরবে সুইচ গিয়ার এক ছিনতাইকারী কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের বিশুদ্ধানন্দ – শুভানন্দ অডিটোরিয়াম অনুষ্ঠিত ২০২৫ সাজেকে আগুন ছড়িয়ে পড়েছে একাধিক কটেজ ও রেস্টুরেন্টে রমজানে সরকারি অফিসের সময়সূচি ঘোষণা মুসলিম ‘গণহত্যা’র জন্য ক্ষমা চাইলেন সাবেক থাই প্রধানমন্ত্রী সাবেক আইজিপিসহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম-পিপিএম পদক প্রত্যাহার এবার বিপ্লব কুমার সরকার ও মেহেদি হাসান বরখাস্ত ছাত্রীনিবাস থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার আজমিরীগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয় সংঘর্ষ। আহত অর্ধ শতাধিক টঙ্গীতে ডেভিল হান্ট এর অভিযানে আ.লীগের নেত্রী ও তার পাঁচ সহযোগীকে ১৭৫১ পিস ফেনসিডিলসহ গ্রেফতার

বিরামপুরে চুরি যাওয়া মোটরসাইকেল সহ চোর ধরে গোপনে সুরাহা করার চেস্টা। 

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১২:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
  • / ২৩২ ৫০০০.০ বার পাঠক

মোঃ জাহাঙ্গীর আলম,

জেলা প্রতিনিধি, দিনাজপুর।।

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভগবতিপুর গ্রামের মোঃ আবু বক্কর দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে উপজেলা শহর বিরামপুরে বসবাস করে আসছেন। কিন্ত তার আবাদি জমিজমা সব নিজ গ্রামে থাকার সুবাদে তিনি প্রতিনিয়ত গ্রামে যাতায়াত করেন। এর মধ্যে গত ০৮/০৭/২০২১ইং তাং তিনি গ্রামে গিয়ে রাস্তার পার্শে তার ব্যবহারকৃত ব্লু রঙের আরটিআর এ্যাপাসি মটরসাইকেল টি রেখে আবাদি জমিতে ফসল দেখতে যান। সেই সুযোগে উক্ত ভগবতীপুর গ্রামের মোঃ রতনের ছেলে আবু রায়হান, ও মোঃ মোস্তাকের ছেলে  মোঃ রাব্বি এবং বিরামপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের রেলগেট এলাকার মোঃ খলিলের  ছেলে মোঃ মেজবাউল হোসেন রব্বানী মিলে উক্ত মোটর সাইকেল টি চুরি করে নিয়ে যায়।

চুরিহওয়া মোটরসাইকেল মালিক বক্করের ছেলে কুসুম যানান, অভিযুক্ত মেজবাউল উক্ত মোটরসাইকেল চুরির মুল হোতা, তার পরিকল্পনা ও নির্দেশনায় চুরি করা মোটরসাইকেল টি নিয়ে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের শিয়ালা গ্রামে জনৈক মোটরসাইকেল মেকারের নিকট নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ভগবতিপুর গ্রামের লোকজন শিয়ালায় উক্ত মেকারের নিকট হতে মোটরসাইকেল সহ চুরির সঙ্গে সম্পৃক্ত তিনজনকে ভগবতিপুর গ্রামে নিয়ে যায়। বিসয়টি পুলিশ প্রশাসনকে না জানিয়ে স্থানীয় দু একজন মাতবরের নেতৃত্বে অর্থদন্ডের বিনিময়ে গোপনে সুরাহা করেন।

এ বিসয়ে সংশ্লিষ্ট পলিপ্রয়াগপুর ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের সঙ্গে তার মুঠো ফোনে যোগাযোগ করে যানতে চাইলে তিনি বলেন আমি এ বিসয়ে কিছুই যানিনা।

এ বিসয়ে পলিপ্রয়াগপুর ইউনিয়নের সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মোছাঃ লাকির সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এটা আমাদের এলাকার একটি বিসয়, আমার উপস্থিতিতে আরো লোকজন সহ এ বিসয়টি শালিস করে সমাধান করেছি, আপাতত চুরি অভিযুক্ত ব্যক্তিদের নিকট হতে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নতুন আর একটি মোটরসাইকেল কিনে দিবার নিশ্চয়তা নিয়ে ছেড়ে দেই। মহিলা সদস্যার এমন বিচার করার এখতিয়ার আছে কিনা যানতে চাইলে কোন উত্তর না দিয়ে ফোন কল কেটে দেয়।

এ বিসয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ শ্রী সুমন কুমার মহন্তের সঙ্গে তার মুঠো ফোনে যোগাযোগ করে যানতে চাইলে তিনি বলেন এ বিসয়ে আমার নিকট কোন অভিযোগ আসেনি বা আমাকে কেউ যানাইনি, অভিযোগ আসলে আমি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

এভাবে মোটরসাইকেল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে ছেড়ে দিলে মোটরসাইকেল চোররা আরও সাহশ ও উৎসাহ পাবে বলে মনে করেন এলাকার সচেতন জনগন।

মোঃ জাহাঙ্গীর আলম,

জেলা প্রতিনিধি, দিনাজপুর।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

বিরামপুরে চুরি যাওয়া মোটরসাইকেল সহ চোর ধরে গোপনে সুরাহা করার চেস্টা। 

আপডেট টাইম : ১২:৫৬:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১

মোঃ জাহাঙ্গীর আলম,

জেলা প্রতিনিধি, দিনাজপুর।।

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভগবতিপুর গ্রামের মোঃ আবু বক্কর দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে উপজেলা শহর বিরামপুরে বসবাস করে আসছেন। কিন্ত তার আবাদি জমিজমা সব নিজ গ্রামে থাকার সুবাদে তিনি প্রতিনিয়ত গ্রামে যাতায়াত করেন। এর মধ্যে গত ০৮/০৭/২০২১ইং তাং তিনি গ্রামে গিয়ে রাস্তার পার্শে তার ব্যবহারকৃত ব্লু রঙের আরটিআর এ্যাপাসি মটরসাইকেল টি রেখে আবাদি জমিতে ফসল দেখতে যান। সেই সুযোগে উক্ত ভগবতীপুর গ্রামের মোঃ রতনের ছেলে আবু রায়হান, ও মোঃ মোস্তাকের ছেলে  মোঃ রাব্বি এবং বিরামপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের রেলগেট এলাকার মোঃ খলিলের  ছেলে মোঃ মেজবাউল হোসেন রব্বানী মিলে উক্ত মোটর সাইকেল টি চুরি করে নিয়ে যায়।

চুরিহওয়া মোটরসাইকেল মালিক বক্করের ছেলে কুসুম যানান, অভিযুক্ত মেজবাউল উক্ত মোটরসাইকেল চুরির মুল হোতা, তার পরিকল্পনা ও নির্দেশনায় চুরি করা মোটরসাইকেল টি নিয়ে বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের শিয়ালা গ্রামে জনৈক মোটরসাইকেল মেকারের নিকট নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ভগবতিপুর গ্রামের লোকজন শিয়ালায় উক্ত মেকারের নিকট হতে মোটরসাইকেল সহ চুরির সঙ্গে সম্পৃক্ত তিনজনকে ভগবতিপুর গ্রামে নিয়ে যায়। বিসয়টি পুলিশ প্রশাসনকে না জানিয়ে স্থানীয় দু একজন মাতবরের নেতৃত্বে অর্থদন্ডের বিনিময়ে গোপনে সুরাহা করেন।

এ বিসয়ে সংশ্লিষ্ট পলিপ্রয়াগপুর ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের সঙ্গে তার মুঠো ফোনে যোগাযোগ করে যানতে চাইলে তিনি বলেন আমি এ বিসয়ে কিছুই যানিনা।

এ বিসয়ে পলিপ্রয়াগপুর ইউনিয়নের সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা সদস্যা মোছাঃ লাকির সাথে তার মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, এটা আমাদের এলাকার একটি বিসয়, আমার উপস্থিতিতে আরো লোকজন সহ এ বিসয়টি শালিস করে সমাধান করেছি, আপাতত চুরি অভিযুক্ত ব্যক্তিদের নিকট হতে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর করে নতুন আর একটি মোটরসাইকেল কিনে দিবার নিশ্চয়তা নিয়ে ছেড়ে দেই। মহিলা সদস্যার এমন বিচার করার এখতিয়ার আছে কিনা যানতে চাইলে কোন উত্তর না দিয়ে ফোন কল কেটে দেয়।

এ বিসয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ শ্রী সুমন কুমার মহন্তের সঙ্গে তার মুঠো ফোনে যোগাযোগ করে যানতে চাইলে তিনি বলেন এ বিসয়ে আমার নিকট কোন অভিযোগ আসেনি বা আমাকে কেউ যানাইনি, অভিযোগ আসলে আমি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

এভাবে মোটরসাইকেল চোরদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিয়ে ছেড়ে দিলে মোটরসাইকেল চোররা আরও সাহশ ও উৎসাহ পাবে বলে মনে করেন এলাকার সচেতন জনগন।

মোঃ জাহাঙ্গীর আলম,

জেলা প্রতিনিধি, দিনাজপুর।