সংবাদ শিরোনাম ::
গাজীপুরের মহাসড়কে বাইমাল এলাকায় কর্ভাডভ্যান চাপায় মটবাইক চালকসহ দুইজন নিহত,।
সময়ের কন্ঠ ডেস্ক :
- আপডেট টাইম : ১০:৪১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ২৭৭ ৫০০০.০ বার পাঠক
মানসুরা আক্তার কাকলী স্টাফ রিপোর্টে)
ঢাকা-টাঙ্গাইল মহসড়কের গাজীপুরের কোনাবাডী বাইমাইল এলাকায় মটবাইক চালকসহ চাপায় দুই জনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন,শামিম( ১৭) বছর মৃত মজিবুর রহমানে ছেলে বাইমাইল ১২ নং ওয়ার্ড পূর্ব পাড়া ২ মোঃ হাসান (১২) বছর পিতাঃ মোঃ শফিকুল মিস্তিরি গ্রাম মুরাদপুর থানায় মিঠাপুর জেলা রংপুর এলাকার বাসিন্দা মো.মেকলেছ বাড়ীতে ভাড়া থাকে
গাজীপুরের কোনাবাড়িতে দিকগামী দুইটিগাড়ী পাল্লা দিয়ে যাওয়ার সময় পাশাপাশি থাকা মটরবাইকে চাপা দেয়।দুমড়ে মুচড়ে যায়।এতে ঘটনাস্থালে সেখানে তার মৃত্যু হয়
কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুসিদ্দিক দুর্ঘটনার খবর শোনে ঘটনাস্থলে দ্রুত এসেছি। দুজন মারা গেছে তাদের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
আরো খবর.......