হালদা নদীর শাখা খাল থেকে মৃত শুশুক উদ্ধার
- আপডেট টাইম : ০৭:২২:১১ পূর্বাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ২৯০ ৫০০০.০ বার পাঠক
ফটিকছড়ি রিপোর্ট ॥
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর শাখা চেংখালি খাল থেকে ভেসে উঠা মৃত শুশুক ( ডলফিন) মঙ্গলবার) সকাল ১১ টায় উদ্ধার করা হয়েছে।
হাটহাজারী উপজেলার মেখল মুফতি ফয়জুল্লাহ ব্রীজের ( প্রকাশ চেংখালি) নিচ থেকে উদ্ধার করে এলাকাবাসী। জানা যায়, আরাফাত নামে স্থানীয় এক যুবক উপজেলার মেখল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পেশকার বাড়ী মুফতি ফয়জুল্লাহ ব্রীজ ( প্রকাশ চেংখালি ) খালের নিচে শুশুকটিকে ভাসতে দেখে। পরে আরাফাত তার বাবাকে খবর দিলে এলাকাবাসীর সহযোগিতায় নদী থেকে উদ্ধার করে। এটি দৈঘ্যে ৭ ফুট এবং ওজন ১২০ কেজি।
তবে, শুশুকটিতে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটির স্বাভাবিক মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে। খবর পেয়ে ইউএনও নিজে অকুস্থলে গিয়ে এবং উপস্থিত থেকে মেখল সত্তারঘাট এলাকায় মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করেন।
উল্লেখ্য, গেল দু’বছরে মিঠা পানির এ হালদা নদী ও সংযুক্ত খাল থেকে এ যাবৎ বিলুপ্ত প্রায় ২৮ টি শুশুক মৃত উদ্ধার করা হয়েছে। তন্মধ্যে বেশীর ভাগই আঘাত জনিত কারণে মারা যায়। পার্বত্যজেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার পাহাড়ি পাদদেশ থেকে ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান হয়ে কর্ণফুলী নদীর মোহনা পর্যন্ত ৯০ কি.মি দীর্ঘ হালদ নদীতে এ প্রজাতির শুশুকের অভয়ারণ্য। তাই,সরকার মা মাছ রক্ষার পাশাপাশি শুশুক সহ নানা জীববৈচিত্র্য রক্ষায় রীতিমত অভিযান চালাচ্ছে। স্থাপন করা হচ্ছে নৌ পুলিশ থানা।