করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি শিবলী সাদিক
- আপডেট টাইম : ০৯:৩৩:০৮ পূর্বাহ্ণ, বুধবার, ৩০ জুন ২০২১
- / ২৮০ ৫০০০.০ বার পাঠক
মোঃমাহফুজুর রহমান উপজেলা প্রতিনিধি বিরামপুর(দিনাজপুর)ঃ
দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক তার নির্বাচনী এলাকার করোনায় আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন। গতকাল মঙ্গলবার (২৯ জুন) বিকেলে ফেসবুক লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।
এ সময় জনতার উদ্দেশে শিবলী সাদিক এমপি বলেন, গ্রামে গ্রামে জ্বর ও করোনার প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে আমার নির্বাচনী এলাকার চারটি উপজেলাতেই ৬০ থেকে ৭০ ভাগ করোনা রোগী শনাক্ত হচ্ছে। আমি প্রতিটি পরিবারকে অনুরোধ করছি, আপনারা দয়া করে টেস্ট করান। ইতোমধ্যে আমি প্রশাসনকে নির্দেশনা দিয়েছি সব করোনা রোগীর নাম ও ফোন নম্বর আমার কাছে পাঠানোর জন্য। আমার নির্বাচনী এলাকার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জানাচ্ছি, আপনারা দয়া করে প্রত্যেক দিন যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের নাম ও মোবাইল ফোন নম্বর আমার হোয়াটসঅ্যাপে পাঠান। আমি নিজে তাদের খোঁজখবর রাখতে চাই।
তিনি আরো বলেন, আপনাদের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুধু এটুকু বলতে চাই, আপনাদের চিকিৎসা কোথায় কিভাবে হবে তার দায়িত্ব আমি নেব। শুধু আপনারা আমাকে জানান, আপনাদের কার পক্ষে করোনার চিকিৎসা করার সক্ষমতা নেই এবং যারা অসুবিধায় আছেন, কষ্টে আছেন, তারা দয়া করে এই তথ্যটা দেন।
তিনি সবাইকে করোনা পরীক্ষার আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষা করতে আসেন, যদি না আসেন তাহলে আমরা আরো বেশি সংক্রমিত হব। আমরা কিন্তু আস্তে আস্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছি, যেটা আমরা করোনার শুরুর দিকে আশঙ্কা করেছিলাম। সাহসিকতার সঙ্গে এই পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে।
তিনি আরো বলেন, সংসদ চলার কারণে আমি ঢাকায় ছিলাম, গতকাল এসেছি। ইনশা আল্লাহ আগামীকাল থেকে প্রত্যেকটা এলাকায় আরো ব্যাপকভাবে আমার বিচরণ থাকবে। সবাইকে নিজের নিরাপত্তাটুকু নিজেকে বজায় রাখতে হবে। সংক্রমিত হলে কার অ্যান্টিবডি কতটুকু আছে তা আমরা জানি না। কে আমরা করোনা থেকে মুক্ত হব এটাও জানি না। অন্তত আমাদের বৃদ্ধ বাবা-মার কথা মনে রেখে, তাদের সুস্থতার কথা মনে রেখে নিরাপদে থাকুন।