বাংলা মদ সেবনের দায়ে ২ মাসের জেল
- আপডেট টাইম : ১২:৩০:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ২২৮ ৫০০০.০ বার পাঠক
বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও।।
ঠাকুরগাঁওয়ে তিন জন বাংলা মদ সেবন করার দায়ে প্রত্যেককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
১৭ জুন সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দনগর পলিটেকনিক ইনস্টিটিউটের পিছনে লিচু বাগান ও পরিষদপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এসময় বাংলা মদ সেবনের সময় হাতে নাতে ধরা পড়েন তিন মাদক সেবক আটক করেন।
আটককৃতরা হলেন ঠাকুরগাঁও পৌরসভার কলেজপাড়া নিবাসী মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ বাবু (৩৫), সেনুয়াপাড়া নিবাসী মৃত সৈলেস সেনগুপ্তের ছেলে টিংকু সেন গুপ্ত, গোয়ালপাড়া নিবাসী মৃত শাফী মুহাম্মদের ছেলে মোঃ আব্দুল হাই । তাদের কাছ থেকে ২ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
সেখানে প্রায়ই বাংলা মদ সেবন করা হয়,তারা আজ বাংলা মদ সেবনকালে স্থানীয় একজন উপজেলা নির্বাহী অফিসারকে জানালে, ঘটনার স্থান তাদের হাতে নাতে আটক করা হয়।
পরে তারা দোষ স্বীকার করলে তাদের প্রত্যেককে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। উদ্ধারকৃত বাংলা মদ জনসম্মুখে ধ্বংস করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।