ঝিনাইদহ শহরের পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

- আপডেট টাইম : ০৭:৩৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ২৭০ ৫০০০.০ বার পাঠক
ঝিনাইদহ রিপোর্টার।।
ঝিনাইদহ পুকুর থেকে জামাল বিহারী (৬৫) নামে এক বৃদ্ধের বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে শহরের ব্যাপারীপাড়ার জোড়াপুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জামাল বিহারী শহরের কাঠাল বাগান পাড়ার মৃত লিয়াকত বিহারীর ছেলে।
মৃত ব্যক্তির বোন ডলি বিহারী বলেন, আমার ভাই একটু পাগল পাগল ছিল। বাড়িতে থাকতো না। শহরে ঘুরে ঘুরে কাগজ কুড়াতো। কিভাবে মারা গেল পুলিশ তার বের করুক।
ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবুল বাশার জানান, পুকুরে একটি মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে জামাল বিহারী নামের ওই ব্যক্তির মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত জামাল বিহারী শহরের বিভিন্ন স্থানে কাগজ কুড়াতেন। তার শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এ ব্যাপারে তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান।