ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরনের শুভ উদ্বোধন
- আপডেট টাইম : ০৫:০৭:৪৭ অপরাহ্ণ, শনিবার, ১৯ জুন ২০২১
- / ২২৭ ৫০০০.০ বার পাঠক
মোঃ শহিদুল ইসলাম (শহিদ)
বিভাগীয় ব্যুরো প্রধান।।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার কাজির দেউড়ী চত্বরে মহানগরীর নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরন, শোভাবর্ধন ও যানজট নিরসন পূর্বক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষিত স্মার্ট সিটি বাস্তবায়নের নিমিত্তে পাইলট প্রকল্প হিসেবে কাজীর দেউড়ী জংশন ও তৎসংলগ্ন সড়কে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থাপনায় সিগনাল উন্নয়ন, লেইন মার্কিং, জেব্রা ক্রসিং, পার্কিং স্পট, ড্রপিং জোন, বাস, কার, সিএনজি ও রিক্সা ইত্যাদি স্টপেজে নকশা প্রণয়নে ট্রাফিক বিভাগ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মাস গ্রুপের সহযোগিতায় প্রকৌশল বিদ্যুৎ উপ-বিভাগ, চট্টগ্রাম সিটি কর্পোরেশ এর উক্ত বাস্তবায়ন কাজের শুভ উদ্বোধন করা হয়।
শনিবার(১৯জুন)নগরীর কাজির দেউড়ী চত্বরে
এ অনুষ্ঠানের আয়োজন কারা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম মহোদয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চসিকের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন, কাউন্সিলর শৈবাল দাস সুমন, কাউন্সিলর মোরশেদ আলম, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কান্তি দাশ, মাস রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট টিমের প্রধান গবেষক ইঞ্জিনিয়ার স্বপন কুমার পালিত, উপদেষ্টা প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান, সমন্বয়ক প্রকৌশলী মোঃ শামীম, প্রকৌশলী মোঃ তারিকুল আলম, মাস গ্রুপের পরিচালক রেজাউল করিম খান, সাহেলা আবেদীন, ব্যবস্থাপক মিজানুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।