চট্টগ্রাম মহানগর এলাকায় লাইফ সংস্থার উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
- আপডেট টাইম : ০৩:৫৯:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১
- / ২৭১ ৫০০০.০ বার পাঠক
মোঃ শহিদুল ইসলাম ( শহিদ)বিভাগীয় ব্যুরো প্রধান।।
চট্টগ্রাম মহানগর এলাকায় লাইফ সংস্থার উদ্যোগে সংস্থা কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অদ্য ১৯ জুন শনিবার সকালে সংস্থার সভাপতি আবদুর রহমান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আর্ত মানবতার সেবায় “হ্যালো মিস্ত্রি” প্রতিষ্ঠানের সহযোগিতায় ০৩ (তিন) জন দুস্থ মহিলাকে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে তিনটি সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “হ্যালো মিস্ত্রি” প্রতিষ্ঠানের সিইও সুফিয়ান সিকদার ও অনির্বাণ ক্লাবের সাধারণ সম্পাদক মহিন উদ্দিন এবং লাইফ সংস্থার সহ-সভাপতি উৎপল আজিজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে ফখরুল আলম, আবুল বাশার পিয়াল, আকতার হোসেন, চন্দন ও শুভঙ্কর বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতি “হ্যালো মিস্ত্রি” প্রতিষ্ঠানের সিইও সুফিয়ান সিকদার ও লাইফ-এর সহ-সভাপতি উৎপল আজিজকে লাইফ সংস্থায় সেলাই মেশিন দেওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।