চট্টগ্রাম এ প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে এক ভুয়া সাংবাদিক ও প্রতারক এর বিরুদ্ধে
- আপডেট টাইম : ০৬:৩১:৫৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
- / ৪১৫ ৫০০০.০ বার পাঠক
নিজস্ব প্রতিবেদক।।
গণমাধ্যমে কর্মরত মূল ধারার সাংবাদিকেরা দীর্ঘদিন থেকে অভিযোগ করে আসছে সাংবাদিক পরিচয় দেওয়া একশ্রেণীর ভুয়া সাংবাদিক ও প্রতারক চক্রের বিরুদ্ধে। এসব প্রতারক চক্রের কারণে প্রকৃত পেশাদার সাংবাদিকদের সম্মান নিয়ে চলা এখন বেশ কঠিন হয়ে পড়েছে। তেমনি এক ঠান্ডা মাস্টার প্ল্যানের প্রতারকের সন্ধান মিলেছে চট্টগ্রাম মাস্টার পোল বউ বাজার মজিদ সওদাগরের মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা আব্দুল বাতেন প্রকাশ বুতুনের ছেলে জসিম উদ্দিনের বিরুদ্ধে।
সরেজমিন তদন্তে স্থানীয়ভাবে জানাযায় দীর্ঘদিন থেকে সে বিভিন্ন মানুষের সাথে প্রতিশ্রুতির মাধ্যমে সাংবাদিক পরিচয়ে প্রতারণার ফাঁদ পেতে সাধারণ মানুষকে তার প্রতারণার জালে আটকের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল।
তার প্রতারণার কৌশল গুলো কেমন যেন ভিন্ন অভিনয়ের মত। খবর নিয়ে জানা গিয়েছে সে মানুষের কাছে নিজেকে কখনো জাতীয় পত্রিকার ব্যুরোচীফ হিসেবে পরিচয় দিয়ে থাকেন। আবারো বড় মাপের নেতাদেরও পরিচয় দিয়ে থাকেন মুলত ব্যক্তিটি খুবই ফিটফাট হয়ে চলেন যেন তার টার্গেটের মানুষটি কখনোই বুঝতে না পারে গোপন সূত্রে খবর নিয়ে জানা যায় সে একজন ভুয়া সাংবাদিক ও মহা প্রতারক। এছাড়া আরও জানা যায় কথায় কথায় শপথ করা তার জন্য মামুলি ব্যাপার হয়ে গিয়েছে। এসব শপথের মাধ্যমে সে মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে সমর্থ হয়।
চট্টগ্রাম লোকাল হওয়াতে বেশকিছু স্থানীয় সাংবাদিকদের সাথে বিভিন্ন মাধ্যমে পরিচয় করে নেয়। এক পর্যায়ে এসে সে ওইসব নামকরা গণমাধ্যম সাংবাদিকদের অজান্তে তাদের নাম ভাঙ্গিয়ে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ায়। এমন কি সে সুযোগ পেলেই নামকরা গণমাধ্যমের রিপোর্টারদের সাথে ছবি তুলে তা ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণার ফাঁদ পাতেন।
খবর নিয়ে আরো জানা যায় ৭ম শ্রেণি থেকে পড়ালেখা ছেড়ে দেওয়া এসএসসি পাস না করা জসীমউদ্দীন জাতীয় “দৈনিক স্বাধীন সংবাদ” এর ব্যুরোচীফ পরিচয় দিলেও আদৌ সে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার কেউ নয় এবং সে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করেছেন বলে অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমনটাই জানান ঐ পত্রিকার সম্মানিত সম্পাদক জনাব আনোয়ার হোসেন আকাশ সাহেব।
সম্প্রতি দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার কার্ড করে দিবেন বলে মোঃ তৌকি উদ্দিন আরমান নামক এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে মোঃ তৌকি উদ্দিন আরমান যখন নিশ্চিত হন সে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার কেউ নয় পক্ষান্তরে একজন ভুয়া সাংবাদিক ও বড় মাপের প্রতারক তখন সে বুঝতে পারে সে প্রতারকের খপ্পরে পড়ে বিপদে পড়ছে। উপায়ান্তর না দেখে অবশেষে ভুক্তভোগী প্রশাসনের কাছে তার লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি বর্তমানে চান্দগাঁও থানার তদন্তকারী কর্মকর্তা এস আই আজিজ এর অধীনে তদন্তাধীন রয়েছে বলে জানা যায়।
সম্প্রতি দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার কার্ড করে দিবেন বলে মোঃ তৌকি উদ্দিন আরমান নামক ব্যক্তি হতে ১০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে মোঃ তৌকি উদ্দিন আরমান যখন নিশ্চিত হন সে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার কেউ নয় পক্ষান্তরে একজন ভুয়া সাংবাদিক ও বড় মাপের প্রতারক তখন সে বুঝতে পারে সে প্রতারকের খপ্পরে পড়ে বিপদে পড়ছে। উপায়ান্তর না দেখে অবশেষে ভুক্তভোগী বিগত ১ জুন ২০২১ প্রশাসনে তার লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম চাঁদগাও থানাকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি বর্তমানে তদন্তকারী কর্মকর্তা এস আই আজিজ এর অধীনে তদন্তাধীন রয়েছে বলে জানা যায়। বিবাহিত জীবনে জসিম উদ্দিন দুটি বিবাহ করেছেন বলে স্থানীয়ভাবে জানা যায়। তাছাড়া সম…
নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি জানান সামাজিক বিচরনে এসব প্রতারকদের কূটকৌশলে নিরপরাধ সাধারণ মানুষ ফেঁসে যাচ্ছে। জসীমউদ্দীন করেননা এমন কোন অপকর্ম নেই। অটোরিক্সার চাঁদাবাজি থেকে শুরু করে ক্রিকেট জুয়ার বোর্ড পরিচালনা সবখানে তার বিচরণ রয়েছে। সাংবাদিকতার মত মহান পেশাকে সে কলুষিত করেছে। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরী মনে করেন এলাকার শিক্ষিত সমাজ।