বিরামপুরে বিক্রয় করা হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (,টিসিবি) এর পন্য।
- আপডেট টাইম : ১০:৫১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ২২৫ ৫০০০.০ বার পাঠক
মোঃ নাজিমউদ্দীন সরকার
ভ্রাম্যমাণ প্রতিনিধি, দিনাজপুর।।।
আজ ১৬ই জুন রোজ বুধবার বিরামপুর মহিলা কলেজের সামনে টিসিবি ৩ প্রকার ভোগ্যপন্য বিক্রয় করছে। যেমন চিনি ২ কেজি, মশুর ডাল ২কেজি, সয়াবিন তেল ৪লিটার যার মোট মুল্য ৬২০ টাকা। আজ বেলা দুই ঘটিকার সময় টিসিবির ভ্রাম্যমান বিক্রয়স্থলে গিয়ে দেখা যায়,নারী ও পুরুষের দীর্ঘসারি, সেই সারিবদ্ধ মানুষের সকলের মুখে নেই মাক্স এবং সামাজিক দুরত্ব বজায় রাখার বালাই নেই। টিসিবির বিক্রয় প্রতিনিধি গন সাধারণ জনগন কে দীর্ঘ সারিবদ্ধ করে মালামাল বিক্রি করছেন। বিরামপুরে যে মুহুর্তে করোনায় ছড়াছড়ি বিরামপুর উপজেলা প্রশাসন, বিরামপুরের জনপ্রতিনিধিগন ও বিরামপুর উপজেলার রাজনৈতিক নেত্রীবৃন্দ সাধারণ জনগন কে মাক্স পরা,সামাজিক দুরত্ব বজায় রাখা ও করোনা প্রতিরোধে জনসচেতনতা মুলক অভিযান পরিচালনা করছেন ঠিক সেই মুহূর্তে টিসিবি পন্য এমন পরিবেশে বিপনন করা মনে হয় ঠিক হচ্ছেনা বলে মনে করছেন বিরামপুরের সচেতন মানুষ।
মোঃ নাজিমউদ্দীন সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি,দিনাজপুর।