ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
সংবাদ শিরোনাম ::
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন নিক-শনের জুটিতে হতাশা বাড়ছে বাংলাদেশের জিম্বাবুয়ের ওপেনিং জুটি ফিরিয়ে উদযাপনে মাতেন তানজিম। তবে বাংলাদেশ এমন উদযাপনের উপলক্ষ আর একবারই পেয়েছে শিল্পের গ্যাস দিয়ে চলছে বিদ্যুৎ ও সার উৎপাদন, দিশেহারা কারখানা মালিকরা পাকিস্তানে হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার আরও ২ আসামি শনাক্ত কাকাইলছেও কালনী পাড়ায় প্রেমের প্রতারনার শিকার হয়ে নাবালিকার আত্মহত্যা ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর এক সহযোগী আটক চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বৈঠক অনুষ্ঠিত ভূমি অফিসে ৮ বছর ধরে ‘ভুয়া পরিচয়ে’ সরকারি চাকরির অভিযোগ

নির্মাণের বছরেও চালু হয়নি মাদারীপুর সদর হাসপাতাল

সময়ের কন্ঠ ডেস্ক :
  • আপডেট টাইম : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
  • / ৪৬৪ ৫০০০.০ বার পাঠক
মোঃ মাহামুদুল হাসান, প্রতিনিধি, মাদারীপুর।।

মাদারীপুর জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ কাজ সম্পন্ন ও জেলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তরের প্রায় দেড় বছরেও হাসপাতাল চালু হয়নি। আর কবে নাগাদ হাসপাতালটি চালু হবে তা সংশ্লিষ্ট কেউ বলতে পারেন না। ২৫০ শয্যার হাসপাতালটি চালু না হওয়ায় স্থানীয় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসী জরুরি ভিত্তিতে জেলার একমাত্র সদ্য সমাপ্ত ২৫০ শয্যার হাসপাতালটি চালুর আবেদন জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৯ সালের জুন মাসে শেষ হয়। প্রায় ৩০ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে নির্মিত হাসপাতাল ভবনটি জেলা স্বাস্থ্য বিভাগ ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বুঝে নেন। মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান জানান, জেলা সদরের ২৫০ শয্যার হাসপাতালটির সম্পূর্ণ কাজ শেষ করে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে জেলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম জানান, ২৫০ শয্যা হাসপাতালের পদ সৃজনের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধিন রয়েছে। সদর হাসপাতালের আরএমও ডা. মো. নুরুল ইসলাম জানান, বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে প্রায় ৩৯ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ফলে হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা দিনে হিমশিম খেতে হচ্ছে। ২৫০ বেডের হাসপাতালটি চালু হলে রোগীর চাপ কমে যাবে। মাদারীপুরের জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের নাগরিকগণ অবিলম্বে হাসপাতালের কার্যক্রম শুরু করার আবেদন জানিয়েছেন।

আরো খবর.......

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

নির্মাণের বছরেও চালু হয়নি মাদারীপুর সদর হাসপাতাল

আপডেট টাইম : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
মোঃ মাহামুদুল হাসান, প্রতিনিধি, মাদারীপুর।।

মাদারীপুর জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ কাজ সম্পন্ন ও জেলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তরের প্রায় দেড় বছরেও হাসপাতাল চালু হয়নি। আর কবে নাগাদ হাসপাতালটি চালু হবে তা সংশ্লিষ্ট কেউ বলতে পারেন না। ২৫০ শয্যার হাসপাতালটি চালু না হওয়ায় স্থানীয় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসী জরুরি ভিত্তিতে জেলার একমাত্র সদ্য সমাপ্ত ২৫০ শয্যার হাসপাতালটি চালুর আবেদন জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৯ সালের জুন মাসে শেষ হয়। প্রায় ৩০ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে নির্মিত হাসপাতাল ভবনটি জেলা স্বাস্থ্য বিভাগ ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বুঝে নেন। মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান জানান, জেলা সদরের ২৫০ শয্যার হাসপাতালটির সম্পূর্ণ কাজ শেষ করে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে জেলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম জানান, ২৫০ শয্যা হাসপাতালের পদ সৃজনের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধিন রয়েছে। সদর হাসপাতালের আরএমও ডা. মো. নুরুল ইসলাম জানান, বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে প্রায় ৩৯ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ফলে হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা দিনে হিমশিম খেতে হচ্ছে। ২৫০ বেডের হাসপাতালটি চালু হলে রোগীর চাপ কমে যাবে। মাদারীপুরের জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের নাগরিকগণ অবিলম্বে হাসপাতালের কার্যক্রম শুরু করার আবেদন জানিয়েছেন।