নির্মাণের বছরেও চালু হয়নি মাদারীপুর সদর হাসপাতাল
- আপডেট টাইম : ১০:৪৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১
- / ৪১৫ ৫০০০.০ বার পাঠক
মাদারীপুর জেলা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ কাজ সম্পন্ন ও জেলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তরের প্রায় দেড় বছরেও হাসপাতাল চালু হয়নি। আর কবে নাগাদ হাসপাতালটি চালু হবে তা সংশ্লিষ্ট কেউ বলতে পারেন না। ২৫০ শয্যার হাসপাতালটি চালু না হওয়ায় স্থানীয় জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকাবাসী জরুরি ভিত্তিতে জেলার একমাত্র সদ্য সমাপ্ত ২৫০ শয্যার হাসপাতালটি চালুর আবেদন জানিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালে হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়ে ২০১৯ সালের জুন মাসে শেষ হয়। প্রায় ৩০ কোটি ৫০ লাখ টাকা ব্যায়ে নির্মিত হাসপাতাল ভবনটি জেলা স্বাস্থ্য বিভাগ ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বুঝে নেন। মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান জানান, জেলা সদরের ২৫০ শয্যার হাসপাতালটির সম্পূর্ণ কাজ শেষ করে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে জেলা স্বাস্থ্য বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম জানান, ২৫০ শয্যা হাসপাতালের পদ সৃজনের বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধিন রয়েছে। সদর হাসপাতালের আরএমও ডা. মো. নুরুল ইসলাম জানান, বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালে প্রায় ৩৯ জন চিকিৎসকের পদ শূন্য রয়েছে। ফলে হাসপাতালে আগত রোগীদের চিকিৎসা দিনে হিমশিম খেতে হচ্ছে। ২৫০ বেডের হাসপাতালটি চালু হলে রোগীর চাপ কমে যাবে। মাদারীপুরের জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের নাগরিকগণ অবিলম্বে হাসপাতালের কার্যক্রম শুরু করার আবেদন জানিয়েছেন।