মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত ॥ আটক ২
- আপডেট টাইম : ১২:২৬:৪৮ অপরাহ্ণ, বুধবার, ৯ জুন ২০২১
- / ৩১৩ ৫০০০.০ বার পাঠক
সময়েরকন্ঠ রিপোর্টার মাদারীপুর॥ মাদারীপুরে বুধবার দুপুর দেড়টার দিকে শহরের লেকেরপাড় স্বাধীনতা অঙ্গনের সামনে একটি পিক-আপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমারত হোসেন মোল্লা (৪৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। নিহত ইমারত হোসেন ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দ্াড়িয়ার মাঠ গ্রামের ফজলুল হক মোল্লার ছেলে। তিনি রাজৈর উপজেলার গণ-উন্নয়ন প্রচেষ্টা নামের একটি এনজিও‘র খালিয়া শাখার ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ দুর্ঘটনায় পিক-আপের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর গণউন্নয়ন প্রচেষ্টার রাজৈর খালিয়া শাখার মাঠ সংগঠক ইমারত হোসেন মোল্লা মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করার জন্য শহরে আসেন। কাজ শেষ করে তিনি শেখ হাসিনা মহাসড়ক দিয়ে রাজৈর যাচ্ছিলেন। শকুনী লেকের পাড় স্বাধীনতা অঙ্গনের সামনে পৌছালে শরীয়তপুরগামী বার্জার রংয়ের একটি পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে পিকআপের নিচে চলে যায়। মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার ওপর পড়ে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ও পিকআপের ড্রাইভার, হেলপারকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী ইমারত হোসেন মোল্লাকে মৃত ঘোষণা করেন। পিক-আপের ড্রাইভার চট্টগ্রাম জেলার আনোয়ারা এলাকার মৃত: শফিকুল আলমের ছেলে ফরহাদ হোসেন (২৫)সহ হেলপারকে আটক করে পুলিশ থানা নিয়ে যায়।
মাদারীপুর গণউন্নয়ন প্রচেষ্টার পরিচালক খন্দকার নুরুল হক শওকত বলেন, ‘ইমারত হোসেন একটি নতুন মোটরসাইকেল কিনেছে। সেই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করার জন্য বুধবার সকালে মাদারীপুর বিআরটিএ অফিসে যায়। তিনি আমাদের অফিসে মাঠ সংগঠক পদে চাকুরী করতেন।’
মাদারীপুর সদর মডেল থানার এসআই মো. হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহী ও পিক-আপ গাড়ীর ড্রাইভার, হেলপারকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে আনার পর মোটরসাইকেল আরোহীকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পিক-‘আপের ড্রাইভার ও হেলপারকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।