শিক্ষিকার বিয়ে ঠিক হওয়ায় ক্ষেপে গেলেন প্রধান শিক্ষক!
- আপডেট টাইম : ১১:০২:১৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ১ জুন ২০২১
- / ২২৭ ৫০০০.০ বার পাঠক
- হবু বরের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার বিয়ে ঠিক হওয়ায় ক্ষিপ্ত হয়ে হবু বরের হাত ও পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন প্রধানশিক্ষক। এছাড়া লকডাউনের মধ্যেও অপ্রয়োজনে ওই শিক্ষিকাকে বিদ্যালয়ের অফিস কক্ষে ডেকে নিয়ে বসিয়ে রাখার পাশাপাশি কু-প্রস্তাব দেওয়ারও অভিযোগ উঠেছে ওই প্রধানশিক্ষকের বিরুদ্ধে।
উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে লিখিতভাবে এসব অভিযোগ দায়ের করেছেন জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা আইচার হাওলা প্রাথমিক বিদ্যালয়ের ভূক্তভোগী ওই সহকারি শিক্ষিকা। শিক্ষিকার লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর কবির বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠণ করা হবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
লিখিত অভিযোগে সহকারি শিক্ষিকা উল্লেখ করেন, তিনি স্কুলে যোগদানের পর থেকেই প্রধানশিক্ষক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুর রহমান সিকদার অশালীন আচরণ করে আসছেন। করোনাকালীন স্কুল বন্ধ থাকলেও তিনি (প্রধানশিক্ষক) তাকে স্কুলে ডেকে এনে লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে অপ্রাসঙ্গিক কথা বলতেন। জাহিদুর তাকে দিনরাত অযথা ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে বিরক্ত ও অসামাজিক ভিডিও পাঠাতেন। যখন জানতে পারেন তার (শিক্ষিকা) বিয়ে ঠিক হয়েছে, তখন তাকে ডেকে নিয়ে গালিগালাজ করেন। এমনকি হবু বর পক্ষের পরিবারের কাছে তার সম্পর্কে আজেবাজে কথা বলে বিয়ে ভাঙার চেষ্টা করেন। তাতেও কাজ না হওয়ায় তাকে (শিক্ষিকা) ডেকে এনে তার হবু বরের হাত ও পা ভেঙে দেওয়ার হুমকি দেন। এ অবস্থায় তিনি (শিক্ষিকা) নিরাপত্তার অভাবে ও অভিযুক্ত প্রধানশিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত আবেদন করেন। অভিযোগকারী শিক্ষিকা লিখিত অভিযোগের সাথে ফেসবুক মেসেঞ্জারের স্ক্রিনশট, মোবাইল ফোনে কথোপকথনের রেকর্ডিং সংযুক্তি করে দিয়েছেন।
অভিযোগের ব্যাপারে অভিযুক্ত প্রধানশিক্ষক জাহিদুর রহমান সিকদারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।